নতুন ছবি নিয়ে দারুণ 'এক্সাইটেড' রানি। তিনি বলেন, "জন্মদিনে এর থেকে ভাল উপহার আর কিছু হতেই পারে ন৷ এই ছবির স্ক্রিপ্ট পড়েই উতলা হয়ে উঠেছিলাম৷ অপেক্ষায় ছিলাম কবে শুটিং শেষ করব৷ সেই সময় এসে গিয়েছে৷ আমি তো দারুণ এক্সাইটেড!" এই ছবির গল্প একেবারেই রানিকে নিয়ে তৈরি হয়েছে ৷ এক মায়ের, এক দেশের বিরুদ্ধে লড়াইয়ের গল্পই ফুটে উঠবে এই ছবিতে৷ রানি আরও জানিয়েছেন, "এরকম গল্প আগে কোনদিনও দেখেনি বলিউড৷ তাই এই ছবির চিত্রনাট্য পড়ে নিজেকে আটকাতে পারিনি৷ একবার শুনেই হ্যাঁ করে দিয়েছি৷"
শনিবার যশ রাজ ফিল্মস এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় ছিলেন বলিউডের 'খান্ডালা' গার্ল। দেখতে দেখতে বলিউডে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন তিনি৷ এই পঁচিশ বছরে তাঁর ছবির নানা চরিত্র নিয়ে আলোচনা করেন রানি। তিনি বলেন, তাঁর প্রথম ছবি 'রাজা কি আয়েগি বারাত' ছিল মহিলাকেন্দ্রিক ছবি৷ ২৫ বছর পর ফের মহিলা কেন্দ্রিক গল্পেই অভিনয়ে পর্দায় আসতে চলেছেন 'হিচকি' অভিনেত্রী৷ আর তাতেই অত্যন্ত খুশি তিনি।