গানের ভিডিওয়ে চার তারকাকেই জমকালো পোশাকে নাচতে দেখা গিয়েছে। শঙ্কর এহেসান লয়ের কম্পোজিশনে গানটি গেয়েছেন নেহা কক্কর এবং প্রদীপ স্রান। তবে এই গানের চমক রয়েছে অন্য জায়গায়। গানের ভিডিও দেখে অনেকেই ইতিমধ্যে নস্টালজিক হয়ে পড়েছেন। যেন এক লহমায় ফিরে গিয়েছেন ২৩ বছর আগের স্মৃতিতে। আর তার কারণ হল, রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) পোশাক। সিলভার রঙের একটি মিনি ড্রেস পরতে দেখা গিয়েছে রানিকে।
advertisement
এমনই একটি সিলভার মিনি ড্রেস রানিকে (Rani Mukerji) পরতে দেখা গিয়েছিল ১৯৯৮ এর ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে। 'কোই মিল গয়া' গানটিতে শাহরুখ ও কাজলের সঙ্গে এই পোশাকে নাচতে দেখা গিয়েছিল রানিকে। সেই স্মৃতিই যেন জীবন্ত হয়ে উঠেছে। রানির অনুরাগীরাও তাঁকে এই পোশাকে দেখে মুগ্ধ হয়েছেন। কেউ কেউ আবার বলছেন, রানি 'এজলেস বিউটি'। তবে শুধু রানি নয়। অন্য তিন তারকাও মাত করেছেন। কিন্তু বিশেষ ভাবে নজর কেড়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
আরও পড়ুন- 'তু মেরা হ্যায়', সিদ্ধার্থের মৃত্যুর পরে শেহনাজের এই প্রথম পোস্ট দেখে আবেগপ্রবণ নেটিজেন
রানি এই গানটি সম্পর্কে বলছেন, "আমার এখনও দিনটা মনে আছে স্পষ্ট। ট্যাটু ওয়ালিয়ে গানটির জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। অনেকেরই সন্দেহ ছিল, এই সময়ে শ্যুট করা ঠিক হবে কি না। কিন্তু যশ রাজ ফিল্মস নিশ্চিত করে, যাতে পুরো শ্যুটিং এরিয়া ভালো করে স্যানিটাইজ করা থাকে। সবার কোভিড পরীক্ষাও করা হয়েছিল কাজ শুরুর আগে। শ্যুট শুরুর আগে ১৪ দিন সবাই হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। এছাড়াও সম্পূর্ণ করোনা বিধি মানা হয়েছিল।" প্রসঙ্গত আগামী ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে এই (Bunty Aur Babli2)।
আরও পড়ুন- আরিয়ানের জামিন হতেই মন্নত-এর সামনে আতসবাজি পুড়িয়ে শাহরুখের ভক্তদের উচ্ছাস