TRENDING:

মদের দোকানের সামনে মেয়েদের লাইন, ট্যুইট করে ব্যপক ট্রোলড রামগোপাল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সদ্যই সারা দেশে খুলেছে মদের দোকান। দীর্ঘ দেড় মাসের লকডাউনের পর অবশেষে মদের দোকান খোলায় দোকানে দোকানে উপচে পড়েছে মানুষের ভিড় । সুরাপ্রেমীদের সামলাতে কয়েক জায়গায় লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে । কোথাও বেগতিক বুঝে বন্ধ করে দিতে হয়েছে মদের দোকান । কাউন্টারের বাইরে কিলোমিটার লম্বা লাইনে ঠাঁয় দাঁড়িয়ে থেকেছেন মানুষ । অনেকেই সরকারের এই সিদ্ধান্তের বিরধিতাও করেছেন । লকডাউনের সুফল এই সিদ্ধান্তে নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদেরও ।
advertisement

তবে পরিচালক রামগোপাল ভার্মা মদের দোকান খোলার বিরোধিতা করে কোনও ট্যুইট করেননি। তিনি মশকরা করেছেন একটি ছবি নিয়ে । যেখানে দেখা যাচ্ছে একটি মদের দোকানের বাইরে লম্বা লাইন । সেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন মহিলা । সেই ছবি ট্যুইট করে রামগোপাল ভার্মা লেখেন, ‘দেখুন কারা মদের দোকানের সামনে লাইন দিয়েছেন ।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরেই সেই ট্যুইট ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়ে যায়। নেটিজেনরা প্রশ্ন তোলেন, কেন শুধু ছেলেদেরই মদ কেনা বা তা পান করার অধিকার রয়েছে নাকি। গায়িকা সোনা মহাপাত্রও মুখ খোলেন রামগোপালের ট্যুইটের বিরোধিতা করে ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মদের দোকানের সামনে মেয়েদের লাইন, ট্যুইট করে ব্যপক ট্রোলড রামগোপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল