এই খুশির খবর রাখি নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তাঁর Instagram হ্যান্ডলে। তিনি অনুরাগীদের উদ্দেশে বলেছেন যে তিনি এই শোয়ে অতিথিরূপে আসতে পেরে অত্যন্ত উত্তেজিত। আর আগামী সপ্তাহান্তে তিনি আসছেন এই শোয়ে তাই সবাইকে এই অনুষ্ঠান দেখতে অনুরোধ করেছেন বলিউডের আইটেম বম্ব। আর বম্ব যেখানে, সেখানে তো বিস্ফোরণ হবেই। এই বিষয়ে নিশ্চিত করেছেন রাখি নিজেই। ধমাকা হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন তিনি।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে বেশ ঝলমলে সাজে সেজেছেন তিনি। রাখি যেহেতু মহারাষ্ট্রের মেয়ে, তাই তাঁর সাজপোশাকে মরাঠি ছোঁয়া দেখা যাচ্ছে। ধুতি স্টাইলে তাঁর পোশাক, কপালে চন্দ্রাকৃতি টিপ এবং নাকে মহারাষ্ট্রের সনাতনী নথে তাঁকে দেখতে মন্দ লাগছে না।
ভিডিও ছাড়াও বেশ কয়েকটি ছবি দিয়েছেন তিনি। যে হোটেলে তিনি থাকছেন সেইখান থেকেও কয়েকটি ছবি পোস্ট করেছেন রাখি। এর থেকে তাঁর উত্তেজনার পারদ যে কতটা উঠেছে সেটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। যেদিন এই শো টেলিকাস্ট হবে সেইদিন প্রচারের আলো এবং চর্চার কেন্দ্রে যেন শুধুই রাখি বিরাজমান থাকেন সেই চেষ্টায় কোনও কসুর রাখেননি তিনি। ঝলমলে কমলা রঙের শাড়ি, হাইলাইট করা চুল, কোমরে চওড়া সোনালি কোমরবন্ধ এবং সোনালি ঝুমকোয় নজর টানতে যথেষ্ট তিনি।
বেশ কিছু দিন চুপচাপ থাকার পর বিগ বস ১৪ দিয়ে আবার ফিরে এলেন তিনি। এই শো এবং রাখির সেখানে সরব উপস্থিতিকে কেন্দ্র করে কম শিরোনাম হয়নি। তবে সব কিছু সামলে মাকে নিয়ে চিন্তায় আছেন রাখি। রাখির মা ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে।