এবার উত্তেজনা দুগুণ ! 'লাইফ ইন আ মেট্রো'-র সেই ছবিরই সিক্যুয়েল বানাচ্ছেন অনুরাগ-- 'লাইফ ইন আ মেট্রো টু'। কাস্টিং শুনলে চোখ কপালে উঠবে! কে আছেন আর কে নেই? করিনা কাপুর খান ও সেফ আলি খান ইতিমধ্যেই 'হ্যাঁ' করেছেন। একটা গুরুত্বপূর্ণ চরিত্রে 'বরফি'মেকার অর্জুন-এর কথা ভেবেছিলেন, কিন্তু নায়ক আগামী কয়েক মাস ভীষণ ব্যস্ত! এক ফোঁটাও সময় নেই!
advertisement
আরও বেশ কয়েকজন হেভিওয়েট-কে ছবির অফার দিয়েছেন অনুরাগ! যেমন--সিদ্ধার্থ মালহোত্রা, নওয়াজউদ্দিন সিদ্দিকি !
তবে, ফিল্ম ইউনিটের এক সদস্য জানান, '' অনুরাগ বসুর সবথেকে পছন্দ রাজকুমার রাও-কে। চিত্রনাট্য শুনিয়েছেন, তবে রাজকুমার এখনও ফাইনাল কিছু জানাননি আর রাজকুমার ছাড়া ছবিটা করতে নারাজ পরিচালক।''
জানা গিয়েছে, চিত্রনাট্য অনুযায়ী করিনার সঙ্গে রাজকুমারের একটা কেমিস্ট্রি তৈরি হবে।
আরও পড়ুন-Gold Movie Review: ‘গোল্ড’ দিয়ে শাহরুখকে ছুঁতে চাইলেন অক্ষয় ! পারলেন কি?