রাহুল বলেন, “আমার বিয়ের প্রথম রাত কেমন কাটিয়েছিলাম তা আপনাদের সকলকে জানাতে চাই। আমার ভাই শ্রেয়স, অর্পিতকে সে দিন পার্টির জন্য আমি বলেছিলাম। কিন্ত কী ঘটেছিল আমি জানি না সেদিন রাত ৩টের সময় দুই ভাই ও আমার এক মামা আমার ঘরের দরজায় নক করে, সেদিন আমার দিশার সঙ্গে প্রথম রাত। আমি এবং দিশা অবাক হয়ে গিয়েছিলাম। রাত ৩টের সময় কী আমরা জেগে থাকব? দিশা আমাকে প্রশ্ন করেছিল, আমাদের ঘরে আর কে কে আছে? আমি ব্যঙ্গ করে বলেছিলাম এঁরাই আছেন, এঁরা সব মহান ব্যক্তিত্ব”।
advertisement
এর সঙ্গে রাহুল আরও বলেন, সেই রাতে এত সব কিছুর পরে যখন তাঁরা সব ঘুমিয়ে পড়েছিলেন, আরেক মামা সকালবেলায় দরজায় আবার কড়া নাড়েন। তিনি বলেছিলেন, "রাহুল তোমরা কি ঘুমাচ্ছো? আমি জিজ্ঞেস করলাম কেন কী হয়েছে? মামা বলেন, আসলে আমার জ্যাকেটটা তোমার ঘরে রয়েছে। আমি মামাকে বলি, মামা ১২টার সময়ও জ্যাকেটটা নেওয়া যেত। তবে ধন্যবাদ সকাল ৮টায় আমার ঘুম নষ্ট করার জন্য”।
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল রাহুল আর দিশা কবে বিয়ে করছেন। এর পর দুই তারকাই একটি বিবৃতি দিয়ে নিজেদের বিয়ের দিন ঘোষণা করেন। ১৬ জুলাই মুম্বইয়ে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন রাহুল আর দিশা। বিয়ের অনুষ্ঠানে মেহন্দি, হলদি, সঙ্গীত বেশ জাঁকজমক ভাবে করা হয়। সেই সমস্ত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। বিয়ের রিসেপশন পার্টিতে বিনোদন জগতের বহু তারকাকেই দেখা গিয়েছিল।