এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল চর্চা শুরু হয়ে যায়। মন্তব্য বক্সে ঝুড়ি ঝুড়ি কমেন্ট পড়তে শুরু করে। এই মজার ভিডিওর তারিফ করেন বহু নেটাগরিক। অনেকেই প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর বোন পরিণীতিকে (Parineeti Chopra) গুলিয়ে ফেলেন। কমেন্ট বক্সে এই সব নিয়ে আলোচনাও হয় বিস্তর। প্রিয়াঙ্কা ও নিক কাজের সূত্রে বহুদিন ধরে একে অপরের থেকে আলাদা ছিলেন। কিছুদিন আগেই একে অপরের সঙ্গে মিলিত হয়েছেন। সেই সব মূহুর্ত প্রতিনিয়ত সোশ্যাল মাধ্যমে জ্বলজ্বল করে উঠছে। বোঝাই যাচ্ছে জোনাস দম্পতি ভালোবাসার সাগরে গভীর ডুব দিয়েছেন।
লন্ডনে (London) প্রিয়াঙ্কা শুটিংয়ের কাজ করছিলেন, অন্যদিকে নিক লস এঞ্জেলেসে (Los Angeles) আগামী প্রজেক্টের কাজে ব্যস্ত ছিলেন। আগামীতে রুশো ব্রাদার্সের (Russo Brothers) একটি নতুন প্রজেক্টে দেখা যাবে নিককে। প্রিয়াঙ্কাকে দেখা যাবে টেক্সট ফর ইউতে (Text For You)। এই ছবিতে সেলিন ডিওন (Celine Dion) এবং স্যাম হিউগানও (Sam Heughan) অভিনয় করছেন। এছাড়াও প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে ম্যাট্রিক্স ৪ (Matrix 4)। Netflix-এর দ্য হোয়াইট টাইগারে (The White Tiger) প্রিয়াঙ্কাকে শেষবার দেখা গিয়েছিল। এই ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বেও ছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিউইয়র্কে (New York) একটি রেস্তোরাঁও খুলেছেন প্রিয়াঙ্কা।