এর পর পূজা, ছবির হিরো রণবীর সিংকে নিয়ে কিছু কথা বলেন। প্রথমেই পূজা বলেন, “তিনি যদি রণবীরের থেকে কিছু নিতে চান তবে সেটা হল রণবীরের শক্তি ও ও পর্যবেক্ষণের ক্ষমতা। আসলে অভিনেতা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ ও সব কিছু মনে রাখতে পারেন। আমি খুব কম কথা বলি, রণবীর হুবহু বিপরীত। আমি চাই ওঁর গুণগুলো আমার মধ্যে চলে আসুক, আমি কল্পনা করি আমি ওঁর মতো হয়ে উঠি। তাঁর কৌতুক অনুভূতিও দুর্দান্ত ”।
advertisement
পূজা হেগড়ে-কে দক্ষিণী ছবি আলা বৈকুণ্ঠপুরমুলুতে (Ala Vaikunthapurramuloo) সর্বশেষ দেখা গিয়েছিল। এবার তাঁকে মোস্ট এলিজেবল ব্যাচেলর (Most Eligible Bachelor), রাধে শ্যাম (Radhe Shyam), আচার্য (Acharya), সার্কাস (Cirkus) ও থালাপথি ৬৫-তে (Thalapathy 65) দেখা যাবে। এর মধ্যে রাধে শ্যাম তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মলয়ালম ভাষায় চলতি বছরের ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি নিয়ে ফ্যানেদের উত্তেজনা ক্রমবর্ধমান।এই পিরিয়ড রোম্যান্টিক ড্রামার লেখক ও পরিচালক রাধা কৃষ্ণ কুমার (Radha Krishna Kumar)। এর পর সলমন খানের সঙ্গে কভি ইদ কভি দিওয়ালি (Kabhi Eid Kabhi Diwali) ছবিতেও দেখা যাবে পূজাকে।