TRENDING:

Parineeti Chopra: এক গ্লাস গ্রিন জুসেই বাজিমাত! পরিণীতি ফাঁস করলেন তাঁর ডায়েট পানীয়ের রেসিপি

Last Updated:

সেলেবদের ডায়েট নিয়ে বরাবরই অনুরাগীরা কৌতুহলী হয়ে থাকেন। সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়াও (Parineeti Chopra) তাঁর ডায়েটের এক বিশেষ পানীয়ের কথা ফাঁস করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সেলেবদের ডায়েট নিয়ে বরাবরই অনুরাগীরা কৌতুহলী হয়ে থাকেন। সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়াও (Parineeti Chopra) তাঁর ডায়েটের এক বিশেষ পানীয়ের কথা ফাঁস করলেন। জানালেন সেই পানীয় তৈরির প্রক্রিয়াও। পরিণীতির ডায়েটে এই গ্রিন জুস নতুন সংযোজন। ফিটনেস নিয়ে এর আগেও অভিনেত্রী একাধিকবার কথা বলেছেন। কীভাবে ওজন কমিয়েছেন সে কথাও জানিয়েছেন তিনি। কিন্তু আজকাল তাঁর ফিটনেস ডায়েটে বাজিমাত করছে এই গ্রিন জুস। ইনস্টাগ্রামে 'Ask Me Anything' সেশনে এই গ্রিন জুসের কথা প্রকাশ্যে আনেন পরিণীতি।
advertisement

এক অনুরাগীর প্রশ্নের উত্তরেই পরিণীতি জানান এই গ্রিন জুস তিনি তাঁর ডায়েটে সম্প্রতি যোগ করেছেন। এই গ্রিন জুসের মধ্যে রয়েছে পালং শাক, বিট, কমলা লেবু, পুদিনা। কখনও প্রয়োজনে লেবুও ব্যবহার করেন বলে জানিয়েছেন পরিণীতি।

কীভাবে বানাবেন এই গ্রিন জুস? সমস্ত উপকরণগুলিকে মিক্সার গ্রাইন্ডার মিশিয়ে নিতে হবে। জুস তৈরি হয়ে গেলে তাতে লেবু দেওয়া যেতে পারে। তবে সঙ্গে সঙ্গেই খেতে হবে এই জুস।

advertisement

এই জুস খেলে কী কী উপকারিতা মিলতে পারে? বিশেষজ্ঞরা বলছেন রক্তাল্পতা এড়াতে এই জুস খুবই কার্যকরী। কমলালেবু ও লেবু থাকায় শরীরে ভিটামিন সি-ও যুক্ত হয়। এছাড়া এই পুষ্টিকর জুস নিয়মিত খেলে হাই প্রেশার থেকে দূরে থাকা সম্ভব। শরীরে অক্সিজেন চলাচলও সহজে হয়। এছাড়া শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এই জুস। ফলে ত্বকও থাকে ঝকঝকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের কাছেই কাঁচামাল, বিনিয়োগ নামমাত্র! 'এই' কাজে হেসেখেলে চলছে সংসার
আরও দেখুন

তবে শুধু ডায়েট নয়। পাশাপাশি শরীরচর্চাও করেন পরিণীতি। নিজেই অভিনেত্রী জানিয়েছেন তিনি সাঁতার কাটতে পছন্দ করেন। এছাড়া ওয়ার্কআউটের ছবিও শেয়ার করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য গত মার্চ মাস থেকে তিনি তুরষ্কে রয়েছেন ছবির শ্যুটিং এর জন্য।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra: এক গ্লাস গ্রিন জুসেই বাজিমাত! পরিণীতি ফাঁস করলেন তাঁর ডায়েট পানীয়ের রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল