এক অনুরাগীর প্রশ্নের উত্তরেই পরিণীতি জানান এই গ্রিন জুস তিনি তাঁর ডায়েটে সম্প্রতি যোগ করেছেন। এই গ্রিন জুসের মধ্যে রয়েছে পালং শাক, বিট, কমলা লেবু, পুদিনা। কখনও প্রয়োজনে লেবুও ব্যবহার করেন বলে জানিয়েছেন পরিণীতি।
কীভাবে বানাবেন এই গ্রিন জুস? সমস্ত উপকরণগুলিকে মিক্সার গ্রাইন্ডার মিশিয়ে নিতে হবে। জুস তৈরি হয়ে গেলে তাতে লেবু দেওয়া যেতে পারে। তবে সঙ্গে সঙ্গেই খেতে হবে এই জুস।
advertisement
এই জুস খেলে কী কী উপকারিতা মিলতে পারে? বিশেষজ্ঞরা বলছেন রক্তাল্পতা এড়াতে এই জুস খুবই কার্যকরী। কমলালেবু ও লেবু থাকায় শরীরে ভিটামিন সি-ও যুক্ত হয়। এছাড়া এই পুষ্টিকর জুস নিয়মিত খেলে হাই প্রেশার থেকে দূরে থাকা সম্ভব। শরীরে অক্সিজেন চলাচলও সহজে হয়। এছাড়া শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এই জুস। ফলে ত্বকও থাকে ঝকঝকে।
তবে শুধু ডায়েট নয়। পাশাপাশি শরীরচর্চাও করেন পরিণীতি। নিজেই অভিনেত্রী জানিয়েছেন তিনি সাঁতার কাটতে পছন্দ করেন। এছাড়া ওয়ার্কআউটের ছবিও শেয়ার করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য গত মার্চ মাস থেকে তিনি তুরষ্কে রয়েছেন ছবির শ্যুটিং এর জন্য।
