সম্প্রতি আদিত্য রাওয়াল হনশল মেহতার ছবি সাইন করেছেন। ওই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে কুণাল কাপুর ও শশি কাপুরের নাতি জাহান কাপুরকে। নিজের ছেলের কাজ নিয়ে কথা বলতে গিয়ে পরেশ রাওয়াল বলেছেন, 'আমি আমার ছেলেকে লঞ্চ করিনি, কারণ আমার কাছে অত টাকা নেই। নিজের ছেলেক লঞ্চ করার জন্য অনেক বড় কিছু প্রয়োজন। কিন্তু এটা ভালো না? ও নিজের গুণেই কাজ পেয়েছে। বমফাড়ে দর্শক ওকে পছন্দ করেছে। এখন ও হনশল মেহতার সঙ্গে কাজ করছে। মানে, এরকম একজন পরিচালকের সঙ্গে কাজ করার ও সুযোগ পেয়েছে। ও নিজের গুণেই কাজ পাবে। বাবার সাহায্য ওর প্রয়োজন নেই।'
advertisement
নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্ক্রিপ্ট রাইটিং নিয়ে পড়াশোনা করেছেন আদিত্য রাওয়াল। এছাড়াও লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল অফ পারফর্মিং আর্টসে অভিনয় শিখেছেন। বলিউডে ছেলে আদিত্যর প্রবেশ নিয়ে বলতে গিয়ে পরেশ রাওয়ালের দাবি, 'অভিনেতা হওয়ার আগে আমার ছেলে একজন লেখক। ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি গিয়েছিল স্ক্রিপ্ট ও নাটক লেখার কাজ শিখতে। এছাড়াও লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল অফ পারফর্মিং আর্টসে ও ৬-৮ মাস অভিনয় শিখেছে।'
সম্প্রতি হনশল মেহতা তাঁর নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করেছেন। সেখানে দেখা যাবে আদিত্য রাওয়ালকে। এছাড়াও রয়েছেন জাহান কাপুর। ছবিটি প্রযোজনা করছেন অনুভব সিনহা। অন্যদিকে, পরেশ রাওয়াল নিজেই বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ। তাঁর ঝুলিতে অসংখ্য হিট সিনেমা রয়েছে। আগামীতে তাঁকে হাঙ্গামা ২ ছবিতে দেখা যাবে।