বনশালির বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতিমান একজন পরিচালক। সিনেপ্রেমীদের কাছে তিনি ‘গুরুদেব’। এমনকি বেশ কয়েকটি হিট সিনেমা তিনি দর্শকদের উপহারও দিয়েছেন। তাই এদিন ‘পেয়ার কা পাঞ্চনামা’ (Pyaar Ka Punchnama) খ্যাত অভিনেত্রীর সঙ্গে তাঁর একযোগ হওয়ার বিষয়টি নজর কেড়েছে সকলের।
সম্প্রতি জুহুতে সঞ্জয় লীলা বনশালির অফিসের বাইরে দেখা যায় নুসরতকে। তবে সেখানে পাপারাৎজ্জিদের নজর এড়াতে পারেননি অভিনেত্রী। ছবিতে একটি সাদা ঢিলেঢালা কুর্তা ও পালাজো পরে দেখা যাচ্ছে নুসরতকে। হাতে রয়েছে অক্সিডাইজড স্লিং ব্যাগ। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছেন একটি সাদা-গোলাপি রঙের মাস্ক। তবে বনশালির সঙ্গে নতুন কোনও প্রোজেক্ট নিয়ে আলোচনার স্বার্থেই ‘পদ্মাবত’ (Padmaavat) খ্যাত পরিচালকের অফিসে নুসরতের আগমন কি না সে প্রসঙ্গে মুখ খোলেননি কেউই। এর জন্য ভক্তদের একটি আনুষ্ঠানিক ঘোষণার জন্যই অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
টিনসেল টাউনের ডিভা নুসরত ভরুচাকে সর্বশেষ দেখা গিয়েছে আজিব দাস্তানস (Ajeeb Daastaans)-এ। এই ছবিতে এক গৃহিণীর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য তিনি নেটিজেনদের প্রচুর প্রশংসা পেয়েছিলেন। এই ছবিতের কাস্টিং ভীষণ রকম ভাবে চোখ টেনেছে নেটিজেনদের। ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh), জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat), নুসরত ভারুচা, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee), কঙ্কণা সেন শর্মা (Konkona Sen Sharma), অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari), শেফালি শাহ (Shefali Shah) থেকে বাংলার টোটা রায়চৌধুরীকে (Tota Roy Chowdhury) দেখা গিয়েছে এই ছবিতে।
বর্তমানে নুসরতেহ হাতে রয়েছে 'ছুরি' (Chhorii), 'হুরদাং' (Hurdang), 'জনহিত মে জারি' (Janhit Mein Jaari) এবং 'রাম সেতু' সহ বেশ কয়েকটি আকর্ষণীয় প্রোজেক্টের কাজ।