কোন অভিনেতাকে তিনি এই চরিত্র দেবেন, সেই নিয়ে হালে বিস্তর জলঘোলা হয়েছে বলিউডে। প্রথমে শোনা যাচ্ছিল যে এই চরিত্র করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। কিন্তু ইন্ডাস্ট্রির সবাই জানেন যে রণবীরের সঙ্গে পরিচালকের আদায় কাঁচকলায় সম্পর্ক। সঞ্জয়ের হাত ধরেই বলিউডে প্রবেশ করলেও পরিচালকের কাজে সন্তুষ্ট নন রণবীর। ফলে সাওয়ারিয়ার (Sawariyaa) পর তাঁরা আর একসঙ্গে কাজ করেননি। তাছাড়া রণবীরের হাতে এখন বেশ কিছু ছবি আছে। সেগুলো শেষ না করে বৈজু বাওরা করার কোনও ইচ্ছে তিনি প্রকাশ করেননি।
advertisement
এরপর ময়দানে নামেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সঞ্জয়ের অফিসের বাইরে বার কতক কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছে বলেই জোর গুজব রটে যায় যে বৈজু বাওরা করছেন কার্তিকই। এর সঙ্গে অনেকে দু'য়ে দু'য়ে চার করেন দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নামও। কারণ একই দিনে সঞ্জয়ের অফিসে তাঁকেও দেখা গিয়েছে। যদিও কার্তিক আর দীপিকা আলাদা সময়ে এসেছিলেন তবু বাজারে রটে যায় যে এঁরা দু'জনেই এই ছবি করছেন। সঞ্জয় নিজেও একবার দীপিকা আর কার্তিককে একসঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিলেন, সুতরাং সব মিলিয়ে একটা গল্প তৈরি হয়ে যায়।
অবশেষে জানা গিয়েছে যে এই চরিত্র করছেন অন্য রণবীর অর্থাৎ রণবীর সিং (Ranveer Singh)। সূত্রের খবর অনুযায়ী কিছু আইনি ব্যবস্থা এখন বাকি আছে আর তার পরেই রণবীরের নাম নিজেই ঘোষণা করবেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে এই ছবিতে থাকবেন অজয় দেবগণ, দীপিকা আর আলিয়াও!