জোনাস ব্রাদার্সের কনসার্টে উপস্থিত না থাকতে পারলেও, সেখানে পাঁচতলা কেক পাঠিয়েছিলেন তিনি (Priyanka Chopra Surprise Gift)। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস লিখেছেন, 'আমার জীবনের ভালবাসা৷ সব থেকে সহৃদ এবং সহানুভূতিশীল ব্যক্তিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ আমি তোমায় ভালোবাসি, বেবি৷ তোমার মতো তুমি, তার জন্য ধন্যবাদ৷' এভাবে স্বামীর জন্মদিনে নিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা৷ অন্যদিকে, লন্ডনে সিটাডেলের সেট থেকে ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
কয়েকদিন আগেই 'ম্যাটরিক্স ৪'-এর টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছিলেন নায়িকা। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল 'ম্যাটরিক্স' দুনিয়ার ছবি। কিয়েনু রিভসকে দেখা গিয়েছিল নিও হিসেবে। সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজির এই ছবি তাদের চতুর্থ ইন্সটলমেন্ট নিয়ে। এই ছবিতে এবার প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যাবে। এ বছরই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল 'দ্য ম্যাটরিক্স'। এর পর 'দ্য ম্যাটরিক্স রিলোডেড' ও 'দ্য ম্যাটরিক্স রেভোলিউশন' দুটিই মুক্তি পেয়েছে ২০০৩ সালে। এবার আসবে চতুর্থ ছবি।
তবে যতই ব্যস্ত থাকুন না কেন, নিজেদের (Nick-Priyanka) সঙ্গে সময় কাটাতে ভোলেন না নিক-প্রিয়াঙ্কা৷ কখনও সমুদ্র সৈকতে দেখা যায় দু’জনকে, কখনও আবার কোনও বাড়িতেই থেকে একান্তে সময় কাটাতে পছন্দ করেন তারকা দম্পতি৷ বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য হোয়াইট টাইগার'৷ তাঁর বিপরীতে ছিলেন রাজকুমার রাও, আদর্শ গৌরব৷ ডিজিটালে মুক্তি পেয়েছিল ছবিটি। এর পর জোয়া আখতারের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা। সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
আরও পড়ুন: জন্মদিনে স্বামীর সঙ্গে সোহাগ প্রিয়াঙ্কার, নিকের আলতো চুমুতে জমে গেল রাত!