শুক্রবার মৃত্যু হয়েছে মুম্বইয়ের অন্যতম প্রতিষ্ঠিত পরিচালক তথা রণবীর কপূরের ঘনিষ্ঠ বন্ধু আয়ান মুখার্জির বাবা দেব মুখার্জির৷ শুক্রবার, ১৪ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেবের মুখপাত্র এক সংবাদসংস্থাকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, দেববাবু বয়সজনিত কারণে গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। সেই অসুস্থতাজনিত কারণেই মৃত্যু৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সম্পর্কে কাজল এবং রানি মুখার্জির কাকা দেব মুখার্জি।
advertisement
জানা গিয়েছে, দেব মুখার্জির শেষকৃত্য আজ, শুক্রবার বিকেল ৪টেয় মুম্বাইয়ের জুহুতে পবন হংস শ্মশানে। সেখানে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক তারকা, যেমন কাজল, অজয় দেবগণ, রানি মুখার্জি, তনুজা৷
বাবা দেব মুখার্জির সঙ্গে পরিচালক আয়ান মুখার্জি{
রানি, কাজলের সঙ্গে কাকা দেব মুখার্জি।
হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-ও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে পারেন বলে খবর। এছাড়াও, রণবীর কপূর এবং আলিয়া ভাট-এরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
দেব মুখার্জি বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘আঁসু বন গয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতোঁ বাতোঁ মে’, ‘কমিনে’ এবং ‘গুড়গুড়ি’ ইত্যাদি।
অন্যদিকে, তাঁর ছেলে অয়ন মুখার্জি বর্তমানে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সঙ্গে War 2 ছবির শুটিংয়ে ব্যস্ত। এই শুটিং শেষ হওয়ার পর, তিনি ব্রহ্মাস্ত্র ২-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে।