তবে শুধু গানটাই নয়। নেহার সাজ পোশাকও পছন্দ হয়নি নেটিজেনদের। নেহা নিজেই কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি চকচকে গোলাপি রঙের কর্সেট টপ ও সবুজ রঙের শর্ট স্কার্টে। সঙ্গে ব্লন্ড চুল ও মাথায় ব্যান্দানা। নেহার এই পোশাক দেখেই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলের বন্যা শুরু হয়েছে। তির্যক কমেন্টে ভরিয়ে দেওয়া হয়েছে তাঁকে(Neha Kakkar trolled)। কেউ লিখেছেন, "এ তো গরিবের লেডি গাগা।" আবার কেউ লিখছেন, "দিদি শাকিরা সাজতে গিয়ে ফকিরা সেজে ফেলেছেন", অথবা, "আপনাকে ভূতের মতো দেখতে লাগছে।"
advertisement
আরও পড়ুন-মৌনী রায়ের মুখ কোনও দিন দেখতে চান না! রাগে ফেটে পড়লেন অভিনেতা
তবে নিন্দুকেরা যে যাই বলুক(Neha Kakkar trolled), স্বামী রোহনপ্রীতের চোখে নেহাকে খুব সুন্দর দেখতে লাগছে। রোহনপ্রীত নেহার ছবির তলায় কমেন্ট করেছেন, "এটা সত্যিই তুমি?" এর সঙ্গেই হার্ট ইমোজি পোস্ট করেছেন রোহনপ্রীত। নেহার ভাই টোনি কক্করও (Tonny Kakkar) সেই ছবিতে প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, হানি সিংএর সঙ্গে সেই গান নেতিবাচক কমেন্টে ভরে গিয়েছে ঠিকই। কিন্তু ভিউয়ের সংখ্যা ছাড়িয়েছে ৫০ মিলিয়ন। আর সেই জন্য সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন নেহা। সম্প্রতি ডান্স দিওয়ানের সেটে এই গানের প্রচার করতে হাজির হন নেহা ও টোনি কক্কর এবং হানি সিং। বিগবস ওটিটি-তে গিয়েও নেহা গানের প্রচার করেন।