প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের (Viv Richards) সঙ্গে প্রেম চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta) । কিন্তু ভিভের তখনও বিবাহ বিচ্ছেদ হয়নি । স্ত্রী ও পরিবারকে ছেড়ে আসতে রাজি হননি ভিভ । বিয়ে করতে পারেননি নীনাকে । কিন্তু তারপরেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছিলেন সদ্য যৌবনে পা রাখা নীনা । নিজের মনের জোরেই মা হলেন তিনি । জন্ম দিলেন কন্যা মাসাবার (Masaba Gupta)। সিঙ্গল মাদার শব্দটি তখনও এ দেশের কাছে বেশ অপরিচিত । তার উপর আবার ‘অবৈধ’ তকমা । কিন্তু এ সবকিছুকে গায়ে মাখলেন না নীনা । একা মায়ের লড়াইয়েই বড় করে তুললেন মাসাবা গুপ্তকে । এখন তিনি একজন সফল ফ্যাশন ডিজাইনার ।
advertisement
আত্মজীবনী’তে জীবনের নানা অজানা কথাই সামনে এনেছেন নীনা । তাঁর সেই বই থেকেই জানা যায়, অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় নীনার সহকর্মী, অভিনেতা সতীশ কৌশিক তাঁকে বিয়ের অফার দিয়েছিলেন । অভিনেত্রীর কাছের বন্ধু ছিলেন সতীশ। সেই সময় নীনার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন অভিনেতা।
১৯৮৯ সালে জন্ম হয় মাসাবার । সে সময় ভিভ রিচার্ড মাসাবার দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন । এই পরিস্থিতিতে সতীশ এগিয়ে আসেন । নীনা’কে তিনি বলেছিলেন বিয়ে করে নিতে । মাসাবাকে পিতৃপরিচয় দিতে প্রস্তুত তিনি । সতীশ বলেন, ‘‘সন্তান কালো হলে বলে দিও আমার, কেউ সন্দেহ করবে না ।’’ কিন্তু এই প্রস্তাবে রাজি হননি নীনা ।
নিজের জীবনে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছেন নীনা গুপ্তা। সেই সমস্ত কথাই নিজের আত্মজীবনীতে শেয়ার করেছেন তিনি। কাজের দিক থেকে মান্ডি, উৎসব, ত্রিকাল, বাধাই হো, সর্দার কা গ্র্যান্ডসন, সন্দীপ অওর পিঙ্কি ফরার-এর মতো একাধিক হিট ছবিতে কাজ করে চলেছেন অভিনেত্রী।