তবে আপাতত এসবের থেকে বহুদূরে রয়েছে সুশান্তের পরিবার৷ তাঁরা শোকতাপে জর্জরিত৷ সুশান্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছবি, খেলাধূলা এবং বিজ্ঞানচর্চায় উঠতি প্রতিভাদের সাহায্যের জন্য তাঁরা সুশান্তের নামে একটি সংগঠন শুরু করবেন৷ সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশনের পক্ষ থেকে এদের সকলকে আর্থিক সাহায্য করা হবে৷
সুশান্তের শেষকৃত্যও হয়ে গিয়েছে। সুশান্তের দিদি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সুশান্তের ছবি। ছবির সামনে বসে রয়েছেন সর্বহারা বাবা, ও দিদি সহ গোটা পরিবার। এই দিন সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন নানা পটেকর। নানা পটেকর কোনও কাজ করেননি সুশান্তের সঙ্গে। তবে এইভাবে একটা ছটফটে ৩৪ বছরের ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনিও। শোকাহত নানাও। তাই শেষ শ্রদ্ধা জানাতে সুশান্তের পটনার বাড়িতে পৌঁছে যান তিনি। বাবার সঙ্গে কথাও বলেন সুশান্তকে নিয়ে। সুশান্তের মৃত্যু পরিকল্পিত কিনা তা হয়তো জানা যাবে, কিংবা যাবে না। তবে যারা একবার চলে যাব তাঁরা তো আর ফেরে না। যেভাবে আর কোনও দিনই ফিরবেন না দিব্যা ভারতী। তাঁর মৃত্যুর ধোঁয়াশাও হয়তো কোনও দিন কাটবে না। তবে সুশান্তের মৃত্যুতে যে প্রতিবাদের ঝড় উঠেছে তা এর আগে দেখেনি বলিউড ।