TRENDING:

Mumbai Drug Case | Aryan Khan: বার বার জামিন বাতিলে ভেঙে পড়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান, জেলে কী করছেন জানেন?

Last Updated:

জামিনের আবেদন করেও তিনবার খারিজ হয়ে গিয়েছে (Mumbai Drug Case | Aryan Khan)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাদককাণ্ডে (Drug Case) গ্রেফতার হয়ে মুম্বইয়ের আর্থার রোড জেলে (Arthur Road Jail) রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। জামিনের আবেদন করেও তিনবার খারিজ হয়ে গিয়েছে (Mumbai Drug Case | Aryan Khan)। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে আরিয়ানকে (Mumbai Drug Case | Aryan Khan)। ফের জামিনেরর আবেদনে আরিয়ান দাবি করেছেন, তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আরিয়ান এও বলেছেন যে, তাঁকে এই মাদককাণ্ডে জড়ানোর জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে (Mumbai Drug Case | Aryan Khan)।
আরিয়ান খান।
আরিয়ান খান।
advertisement

আর্থার রোড জেল সূত্রে খবর, একাধিক বার জামিন বাতিল হয়ে যাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন আরিয়ান। জেলের লাইব্রেরি থেকে বই নিয়ে সেগুলি পড়েই সময় কাটাচ্ছেন শাহরুখ-পুত্র। জেল সূত্রে খবর, আরিয়ান লাইব্রেরি থেকে দু'টি বই নিয়েছেন। একটির নাম 'গোল্ডেন লায়ন' ও আরেকটি রাম ও সীতার কাহিনী নিয়ে। জেলের লাইব্রেরিতে সাধারণত অনুপ্রেরণামূলক ও ধর্মীয় বই রাখা হয়। জেলে থাকাকালীন সেই বই নিয়ে পড়তে পারেন অভিযুক্তরা। আত্মীয়রাও বন্দিদের এসে বই দিয়ে যেেত পারেন। তবে সেগুলি ধর্মীয় ও অনুপ্রেরণামূলক বই-ই কেবল হতে হবে।

advertisement

২০ অক্টোবর শুনানি ছিল এবং আরিয়ানের জামিনের আবেদন (Aryan Khan bail plea) মঞ্জুর করা হয়নি নিম্ন আদালতে। তার পরেই বম্বে হাইকোর্টের (Mumbai High Court) দ্বারস্থ হয়েছেন আরিয়ান (Aryan Khan)। আগামী ২৬ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন শুনবে বম্বে হাইকোর্ট‌। সেই আবেদনেই আরিয়ান দাবি করেছেন যে, তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) যে তথ্য পেয়েছে তা ভুল ভাবে তুলে ধরা হচ্ছে। আরিয়ান (Aryan Khan) এও দাবি করেন যে, প্রমোদতরীতে তল্লাসি করার পরে তাঁর থেকে কোনও নিষিদ্ধ জিনিস পাওয়া যায়নি। মাদককাণ্ডে অন্যান্য অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও অচিত কুমারের সঙ্গেও তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেছেন আরিয়ান। উল্লেখ্য, মাদককাণ্ডে এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে এনসিবি।

advertisement

আরও পড়ুন: অনন্যা পাণ্ডেকে মাদক এনে দিতে বলেছিলেন আরিয়ান খান ! সামনে এল তথ্য

গত ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি (NCB)। তারপর এনসিবি-র হেফাজতে থাকার সময় একবার ছেলের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। এদিন সকালে আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ ৷মাদক কাণ্ডে বুধবার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ করেছে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত (Aryan Khan bail plea rejected)৷ আরিয়ানের সঙ্গেই তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছেন বিচারক৷ বিশেষ এনডিপিএস আদালত আবেদনে সাড়া না দেওয়া আরিয়ানের জামিনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁর আইনজীবী৷

advertisement

আরও পড়ুন: মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের চ্যাট থেকে উঠে এল অনন্যা পান্ডের নাম, নায়িকাকে জেরা করবে NCB

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mumbai Drug Case | Aryan Khan: বার বার জামিন বাতিলে ভেঙে পড়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান, জেলে কী করছেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল