শক্তিমানের জন্য টাইগার শ্রফের নাম বলা হয়েছিল। তবে তা একবাক্যে নাকোচ করে দেন মুকেশ খান্না। তিনি বলেন, 'টাইগারের মধ্যে সেই ব্যাপারটাই নেই। শক্তিমান শুধু একটা সিরিয়াল নয়। বলা যেতে পারে একটা যুগ। মানুষের মনে গেথে আছে শক্তিমানের মুখ। টাইগারের মুখে ভক্তিভাব নেই। ওকে কেউ মানবে না এই চরিত্রে।' শুধু টাইগার নয় শাহরুখ, সলমান, আমির খানকেও এই লিস্ট থেকে বাদ দিলেন মুকেশ খান্না। বললেন, "ওদের সবার নিজেদের একটা ইমেজ আছে। সেই ইমেজ ভেঙে ওদের আসতে হবে।" আপাতত কাউকেই শক্তিমান হিসেবে ভাবতে পারছেন না মুকেশ খান্না।
advertisement
Location :
First Published :
April 08, 2020 11:27 PM IST