অনেকেই মনে করেছিলেন, এই চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। কিন্তু জানা যাচ্ছে, আব্বাস মাস্তানের পরিচালিত ছবিতে দেখা যাবে অভিনেতা অর্জুন রামপালকে। এই ছবিটির নাম দেওয়া হয়েছে থ্রি মাংকিজ। পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, "প্রফেসরের চরিত্রে অর্জুন রামপালকেই (Arjun Rampal) ভাবা হচ্ছে। ডাকাতদের চরিত্রে মুস্তাফা সহ আরও কয়েকজনকে ভাবা হচ্ছে। প্রফেসরের পাশাপাশি তিনজন ডাকাতদেরও নানারকম চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা দেখানো হবে।"
advertisement
আরও পড়ুন- ভামিকার জন্মের পরেও অনুষ্কার চেহারায় নেই কোনও বদল! ফোটোশ্যুটে হট অবতারে অভিনেত্রী
সেই সূত্র আরও বলছেন, "আন্তর্জাতির মানের থ্রিলারকে নতুন করে এর আগেও পরিচালনা করেছেন আব্বাস মাস্তান। থ্রি মাংকিজ-এও নিজেদের ফ্লেভার রেখেছেন পরিচালক।" জানা যাচ্ছে, এই ছবির শ্যুটিং মুম্বই থেকে শুরু করে আরও বিভিন্ন লোকেশনে হবে। আগামী মাসেই নাকি শুরু হচ্ছে এই ছবির শ্যুটিং। ২০২২ এর দ্বিতীয় হাফে এই ছবি মুক্তি পাবে। এই ছবিতে রয়েছে আরও একটি চমক। আব্বাস মাস্তান প্রথম এই ছবিতে তাঁর ছেলেকে লঞ্চ করবেন।
আরও পড়ুন- ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়েতে বলিউড থেকে নিমন্ত্রণ পেলেন কারা
প্রসঙ্গত, ইন্টারনেটে এখন ট্রেন্ডিং নেটফ্লিক্সের (Netflix) ওয়েব সিরিজ মানি হাইস্ট (Money Heist)। এই স্প্যানিশ ওয়েব সিরিজ ভারতীয় দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। গত সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে 'মানি হাইস্ট সিজন ৫'-এর প্রথম অংশ। দ্বিতীয় অংশ মুক্তি পাবে ডিসেম্বরে। জানা যাচ্ছে, এটিই শেষ অংশ। তবে ইতিমধ্যেই সিজন ৫ এর দ্বিতীয় অংশের ট্রেলার মুক্তি পেয়েছে। আর তাই এই ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
গতবারের সিজনে (Money Heist) অন্যতম জনপ্রিয় চরিত্র টোকিও-র মৃত্যু হয়েছে যা দর্শকদের কাছে বড় ধাক্কা ছিল। মন ভার হয়ে গিয়েছিল দর্শকদের। তাই দেখার এবারের সিজনে কী অপেক্ষা করে রয়েছে।