TRENDING:

৮০ বছরের মাকে মাঝ রাস্তায় নিয়ে গিয়ে পুশ-আপ করালেন মিলিন্দ সোমান! দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত কাল ছিল মাদার্স ডে। বলিউড এবং টলিউডের সব সেলেবরা নিজেদের মায়ের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বাদ যাননি প্রায় কেউই। ক্যাটরিনা থেকে প্রিয়াঙ্কা কার মাকে কেমন দেখতে তা কালই সবাই জেনে গিয়েছে। তবে কাল নিজের ৮০ বছরের মায়ের সঙ্গে পুশআপ দিতে দেখা গেল 'ফিটনেস অ্যাম্বাস্যাডর' মিলিন্দ সোমানকে।
advertisement

সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন। পোস্টে মিলিন্দ লেখেন, "সব সময় অন্যদের যত্ন নিতে গিয়ে আমাদের মায়েরা নিজেদের খেয়াল রাখতে ভুলে যান। এই মাদার্স ডে-তে নিজের মায়ের প্রতি ভালবাসা জানাতে তাঁদের ফিট এবং সুস্থ থাকতে সাহায্য করুন। তাঁদের বলুন বেশি দেড়ি হয়ে যায়নি। ঊষা সুমন আমার মা। ৮০ বছরের যুবতী।"---

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
৮০ বছরের মাকে মাঝ রাস্তায় নিয়ে গিয়ে পুশ-আপ করালেন মিলিন্দ সোমান! দেখুন ভিডিও