TRENDING:

‘চিঙ্কি, করোনা নামে ডাকা হয়, মেডেল আনার পরেই আমরা ভারতীয় হই’, মুখ খুললেন অঙ্কিতা

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এ হেন জাতি বিদ্বেষ নিয়ে তীব্র শ্লেষ উগড়ে দিলেন অভিনেতা, সুপার মডেল মিলিন্দ সোমন ((Milind Soman)-এর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার (Ankita Konwar) ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতে শুধু বর্ণ বৈষম্য নয়, জাতি বৈষম্যও প্রখরভাবে রয়েছে । আর দেশের অভ্যন্তরে থেকেও প্রতি নিয়ত তার শিকার হতে হয় উত্তর-পূর্ব ভারতের নাগরিকদের । তাঁদের ভারতীয় বলে মেনেই নেওয়া হয় না । আর সেই স্বীকৃতি জোটে অলিম্পিকে দেশের হয়ে মেডেল নিয়ে আসার পর । সোশ্যাল মিডিয়ায় এ হেন জাতি বিদ্বেষ নিয়ে তীব্র শ্লেষ উগড়ে দিলেন অভিনেতা, সুপার মডেল মিলিন্দ সোমন ((Milind Soman)-এর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার (Ankita Konwar) ।
advertisement

সম্প্রতি টোকিও অলিম্পিক (Olympic Games Tokyo 2020)-এ ভারত্তোলনে রুপো জিতে দেশে ফিরেছেন মীরাবাঈ চানু । এখনও পর্যন্ত তিনিই এ বছরের অলিম্পিকে দেশের মধ্যে একমাত্র পদক জয়ী । মীরাবাঈ ইম্ফলের মেয়ে । অলিম্পিকে পদক জেতার পর তাঁকে নিয়ে দেশে হৈ চৈ পড়ে গিয়েছে । আর এখানেই আপত্তি অঙ্কিতার । অঙ্কিতা নিজেও উত্তর-পূর্ব ভারতের মেয়ে । তাই নিজের অভিজ্ঞতা থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ।

advertisement

নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে অঙ্কিতা লিখেছেন, ‘‘তুমি যদি উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা হও, তা হলে তোমাকে ‘চিঙ্কি’, ‘নেপালি’, ‘চাইনিজ’, আর নবতম ‘করোনা’ নামে ডাকা হবে । একমাত্র তখনই তুমি ভারতীয় হবে, যখন অলিম্পিকে গিয়ে দেশের জন্য পদক নিয়ে আসবে তুমি ।’’ এই সমস্ত মানুষদের ‘হিপোক্রিট’ বলেও আখ্যা দিয়েছেন তিনি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অঙ্কিতার এই পোস্টের পরে অনেকেই তাঁর সঙ্গে এক মত হয়েছেন । অনেকেই বলেছেন, এটা খুবই বেদনার ও দুঃখজনক । ২০১৮ সালে মুম্বইতে, একান্ত ব্যক্তিগত একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁর থেকে ২৬ বছরের বড় মিলিন্দ সোমন’কে বিয়ে করেছিলেন অঙ্কিতা । সেই থেকে সুখে শান্তিতে সংসার করছেন তাঁরা । অঙ্কিতা নিজেও একজন খেলোয়াড় । আর সেই সূত্রেই তাঁর আলাপ হয়েছিল মিলিন্দের সঙ্গে ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘চিঙ্কি, করোনা নামে ডাকা হয়, মেডেল আনার পরেই আমরা ভারতীয় হই’, মুখ খুললেন অঙ্কিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল