TRENDING:

কৃষি আন্দোলনের সমর্থনে রিহানা, গ্রেটার পর এ বার মুখ খুললেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা

Last Updated:

কৃষক আন্দোলনের সমর্থনে এ বার মুখ খুললেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা । এ দিন পরপর দু’টি ট্যুইট করেন তিনি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেশের কৃষি আন্দোলেনর ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে এ বার আছড়ে পড়ছে দেশের বাইরেও । বুধবার দিল্লির কৃষি আন্দোলনের সমর্থনে ট্যুইট করেছিলেন পপতারকা রিহানা । কঙ্গনাকে খোঁচা মেরে ট্যুইট করেছিলেন তিনি । উত্তরে কঙ্গনাও অবশ্য তাঁকে ‘বোকা’ বলে সম্বোধন করে একটি ট্যুইট করেন । ট্যুইটে বলিউডের ক্যুইন তাঁকে বলেন, যাঁরা আন্দোলন করছেন তাঁরা কেউ কৃষক নন, তাঁরা বিচ্ছন্নতাবাদী । এরপর কৃষি আন্দোলনকে সমর্থন করে ট্যুইট করে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও ।
advertisement

এ বার এ বিষয়ে মুখ খুললেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা । ট্যুইটে তিনি লেখেন, কৃষি আন্দোলন বন্ধ করার জন্য ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির কিছু অংশে । মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে । শুধু তাই নয়, আরও একটু ট্যুইটে মিয়া বলেন, যাঁরা ওখানে আন্দোলন করছেন, তাঁরা কেউই অর্থের বিনিময়ে অভিনয় করছেন না । কাস্টিং ডিরেক্টররা নিশ্চয়ই অ্যাওয়ার্ড সেরিমনিতে তাঁদের উপেক্ষা করবেন না । আমি সব সময় কৃষকদের পাশে আছি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উমা ও শ্যামার আরাধনা একইসঙ্গে হয় এই মন্দিরে, ২৬৯ বছর ধরে বহু ইতিহাসের সাক্ষী এই পুজো!
আরও দেখুন

অন্যদিকে, রিহানা আর গ্রেটার ট্যুইটের জন্য তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন আরও এক বলিউড নায়িকা রিচা চাড্ডা । কৃষক আন্দোলনকে সমর্থন করার জন্য তাঁদের ধন্যবাদ জানান দিলজিৎ দুসাঞ্জও ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
কৃষি আন্দোলনের সমর্থনে রিহানা, গ্রেটার পর এ বার মুখ খুললেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল