সম্প্রতি একটি সাক্ষাৎকারে মীজান বলেছেন, বাড়িতেও তাঁকে এই সব গুঞ্জনের জবাব দিতে হয়। তাঁর মা-বাবাও জিজ্ঞাসা করেছে নব্যার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে কি না? মীজান বলেন “আমি পরিবার সমেত যখন অমিতাভ বচ্চনের বাড়িতে কোনও অনুষ্ঠানের জন্য যাই, তখন পাপারৎজি ফটোগ্রাফাররা আমাকে ভীষণ ভাবে ফলো করে, এই বিষয়টা আমার খুব খারাপ লাগে, বেশ কিছুদিন ধরে আমাকে নব্যার বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে। মলালের জন্য যখন আমি প্রোমোশন করি সেই সময়ও আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আসল কথা হল আমি আর নব্যা দু’জনেই খুব ভাল বন্ধু। আমি কখনই চাই না এই ধরনের কথাবার্তায় ওঁর বা ওঁর পরিবারের নাম জড়াক। ওর একটা ব্যক্তিগত জীবন রয়েছে। এই ধরনের কথা নব্যাকেও খুব অস্বস্তিতে ফেলে, আমি চাই এই ধরনের প্রশ্ন আর যেন না ওঠে ”।
advertisement
এরপর মিজান একটু অভিযোগের সুরে বলেন, “পাপারাৎজিরা আমার গাড়ির নম্বর জানে। আমি কোনও পার্টিতে গেলেই আমাকে ফলো করা হয় আমি নব্যার সঙ্গে রয়েছি কি না! পরে সে গুলো নিয়ে নানারকমের মশলাদার গসিপ হয়। বাড়ি ঢুকলে মা-বাবা আমার দিকে তাকিয়ে থাকেন, মনে হয় যেন আমি কিছু একটা ভুল করেছি। আমার খুব খারাপ লাগে। নব্যা আমার বোনের বেস্ট ফ্রেন্ড। এই ভাবেই আমাদের বন্ধুত্ব এগিয়েছে, এমনকি আমি কারও সঙ্গে কোনও রিলেশনে নেই”।
মীজান জাফরিকে মলাল ছাড়া এ বার হাঙ্গামা ২-তে (Hungama 2) অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে পরেশ রাওয়াল (Paresh Rawal) ও শিল্পা শেঠি কুন্দ্রাকেও (Shilpa Shetty Kundra) দেখা যাবে। ইতিমধ্যে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।