ছবির সাফল্যে বেজায় খুশি দত্ত পরিবার। আর তাই সেলিব্রেট করতে, ছেলে শাহরান ও মেয়ে ইকরাকে নিয়ে সিঙ্গাপুর উড়ে গেলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা । গরমের ছুটিটা সেখানেই কাটানোর প্ল্যান। সুইউমিং পুলে জলকেলি থেকে অ্যামিউজমেন্ট পার্কে মজা...চুটিয়ে এনজয় করছেন তিনজন। ইনস্টাগ্রামে মান্যতা নিজেই পোস্ট করলেন কিছু ছবি--
advertisement
'সঞ্জু'তে মান্যতার চরিত্রে দেখা মিলেছে দিয়া মির্জার। বিস্বস্ত সূত্রের খবর, 'সঞ্জু'-তে নিজের জীবনের 'ভাল-খারাপ' দিকগুলো তুলে ধরার অনুমতি দিতে বেশি নয়, মাত্র ৯-১০ কোটি টাকা নিয়েছেন সঞ্জয় দত্ত। পাশাপাশি ছবির লভ্যাংশের একটা অংশও দাবি করেছেন তিনি। কিন্তু, সিঙ্গাপুরে মান্যতা ও ছেলে মেয়ের সঙ্গে দেখা গেল না সঞ্জু বাবাকে। অবশ্য, আগামী ছবি 'সাহেব, বিবি ও গ্যাংস্টার'-এর মুক্তি নিয়ে খুব ব্যস্ত রয়েছেন মুন্না ভাই। সেইজন্যই বোধহয় সময় বের করতে পারলেন না!