সোমবারের আগে রবিবারেও সোশ্যাল মিডিয়ায় ফিরেছিলেন মন্দিরা। কিন্তু কোনও পোস্ট করেননি। বরং স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী শোকজ্ঞাপনের চিহ্ন হিসেবে ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের হাসিমুখের ছবি সরিয়ে দেন। সেই হাসিমুখের জায়গায় এখন নিকশ অন্ধকার। এ দিন মন্দিরার পোস্ট করা ছবিতে কমেন্ট করেছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত বহু মানুষ। ছবিতে কমেন্ট করেছেন করণ জোহর।
advertisement
প্রসঙ্গত, ৩০ জুন ভোর ৪টে নাগাদ হৃদরোগের আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয় মন্দিরা বেদির স্বামী পরিচালক রাজ কৌশলের। তার কয়েকদিন আগেও নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, সস্ত্রীক জাহির খান-সহ বন্ধুদের নিয়ে পার্টিতে মেতেছিলেন তারকা দম্পতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পারিবারিক বন্ধু অভিনেত্রী নেহা ধুপিয়া। উল্লেখ্য, ১৯৯৯ সালে মন্দিরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রাজ। ২০১১ সালে প্রথম সন্তানের জন্ম দেন মন্দিরা। গত বছরই একটি শিশুকন্যা দত্তক নেন।