TRENDING:

Lara Dutta Bell Bottom: 'আমার বাবা ইন্দিরা গান্ধির ব্যক্তিগত পাইলট ছিলেন, আমার রক্তে দেশভক্তি,' লারা দত্ত

Last Updated:

বেল বটম ছবিতে (Bell Bottom Movie) ইন্দিরা গান্ধির (Indira Gandhi) চরিত্র ফুটিয়ে তোলার জন্য ইন্দিরা গান্ধির অনেক সাক্ষাৎকার দেখেছিলেন লারা (Lara Dutta)৷ এবং তাঁর বাবার সাহায্য নিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রত্যাশিত ছিল এবং সেই অনুযায়ী অক্ষয় কুমারের ছবি 'বেল বটম' (Bell Bottom Movie))বেশ প্রশংসিত হচ্ছে। দীর্ঘদিন পর হলে মুক্তি পাওয়া বলিউড (Bollywood) ছবিতে ভাল ব্যবসাও আসতে শুরু করেছে, যা আশা দেখাচ্ছে প্রযোজক-পরিচালকদের৷ এই ছবিতে প্রাক্তন বিশ্ব সুন্দরী লারা দত্তও (Actress Lara Dutta) রয়েছেন৷ যদিও তাঁর মেকআপ এমন যে চিনতে বেগ পেতে হচ্ছে। এই ছবিতে তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির (Lara Dutta plays Indira Gandhi in Bell Bottom movie)) চরিত্রে অভিনয় করেছেন। অক্ষয় কুমার (Akshay Kumar) যখন লারাকে এই ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন, তখন স্বাভাবিক ভাবেই বেশ অবাক হন লারা৷ যা তিনি পরবর্তীকালে নিজেই স্বীকার করেছেন৷
advertisement

এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে লারা দত্ত জানান যে, তাঁর বাবা বিমান বাহিনীতে উইং কমান্ডার পদে ছিলেন। শুধু তাই নয়, তাঁর বাবা ছিলেন ইন্দিরা গান্ধির ব্যক্তিগত পাইলট৷ তাই তাঁর থেকে পাওয়া মিসেস গান্ধির নানা খুঁটিনাটি লারাকে সাহায্য করেছিল অভিনয় করতে৷ এটি ছাড়াও ছবিতে তাঁর মেকআপ ছিল অসামান্য। লারা বলেন, মেক-আপ এবং প্রস্থেটিক্সের পুরো কৃতিত্ব পাবেন বিক্রম গায়কোয়ার। লারার কথায়, তিনি আমার মুখের ছাঁচ কৃত্রিমভাবে বানিয়েছিলেন। যখন এটি প্রস্তুত হয় তখন সবাই দেখে অবাক হয়ে যান। আমিও যখন এই বিশেষ মেকআপে আয়নায় নিজের দিকে তাকালাম, তখন আমিও চিনতে পারতাম না!

advertisement

আরও পড়ুন Akshay Kumar Bell Bottom: খিলাড়ির খেল শুরু! Bell Bottom পুরো 'পয়সা উসুল' ছবি বলছেন হলমুখো দর্শকরা

ছবিতে ইন্দিরা গান্ধির চরিত্র ফুটিয়ে তোলার জন্য ইন্দিরা গান্ধির অনেক সাক্ষাৎকার দেখেছিলেন লারা৷ এবং তাঁর বাবার সাহায্য নিয়েছিলেন। লারা বলেন, 'যেহেতু বাবা ইন্দিরা গান্ধির ব্যক্তিগত পাইলট ছিলেন, আমি ছোটবেলা থেকেই তার সম্পর্কে বহু গল্প শুনে আসছি। বাবার ইনপুটগুলিও খুব কাজে এসেছিল। আমি একজন সৈনিকের মেয়ে, তাই দেশপ্রেম আমার রক্তে রয়েছে। আমরা সবসময় শিখেছি যে, দেশের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। আমার বাবা দেশের হয়ে তিনটি যুদ্ধে লড়েছেন। আমি আমার কাজ করতে পেরে খুশি, এখন মানুষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লারা বলেছিলেন যে অক্ষয় কুমার তাঁকে এই চরিত্রে অভিনয় করতে বললে তিনি অবাক হয়ে যান। তিনি জানান যে ইন্দিরা গান্ধি এবং তাঁর মধ্যে শারীরিকভাবে কোনও মিল নেই৷ কিন্তু অক্ষয়ের তাঁর প্রতি খুব বিশ্বাস ছিল। তাই শেষ পর্যন্ত মিসেস গান্ধির চরিত্রে বেল বটম ছবিতে তিনি অভিনয় করেন৷ এবং এই ভূমিকায় অভিনয় করতে পেরে তিনি গর্বিতও, বলছেন লারা। ১৯ আগস্ট মুক্তি সিনেমা হলে মুক্তি পেয়েছে বেল বটম ছবিটি। ছবিটি সমালোচকদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lara Dutta Bell Bottom: 'আমার বাবা ইন্দিরা গান্ধির ব্যক্তিগত পাইলট ছিলেন, আমার রক্তে দেশভক্তি,' লারা দত্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল