ইন্ডাস্ট্রির এক বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, “বাহুবলী - বিফোর দ্য বিগিনিং পরিচালনা করছিলেন প্রবীণ সাত্তারু (Praveen Sattaru) এবং দেব কাট্টা (Deva Katta)। ৩০% শুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু OTT কর্তৃপক্ষ, সিরিজের পরিচালনা নিয়ে অসন্তুষ্ট ছিল। তাই তারা পুনরায় শুটের কথা ঘোষণা করে পরিচালক বদল করেছে। Netflix কর্তৃপক্ষ এই প্রজেক্টে ভীষণ উৎসাহী। তাই তারা এটির বাজেট ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
advertisement
বিশ্বস্ত সূত্রের খবর কুণাল দেশমুখ ও রিভু দাশগুপ্ত বিগ বাজেটের এই প্রোজেক্টটি নিয়ে এই বছরের শেষের দিকে কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে। তবে বাহুবলী- বিফোর দ্য বিগিনিং এর টিম ইতিমধ্যেই শোয়ের প্রি-প্রোডাকশন নিয়ে কাজ শুরু করে দিয়েছে। দ্য রাইজ অফ শিবাগামি (The rise of Sivagami) উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হবে বাহুবলী- বিফোর দ্য বিগিনিং। এই উপন্যাসের লেখক হলেন আনন্দ নীলাকন্তন (Anand Neelakantan)। সিরিজটিতে দু'টি সিজন থাকবে বলে জানা গিয়েছে। বাহুবলীর সফলতা বিচার করে Netflix বাহুবলী- বিফোর দ্য বিগিনিং তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করা হচ্ছে এই সিরিজটিও সফল হবে।