'হম দো হমারে দো' ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, মা-বাবাকে দত্তক নেওয়ার কথা রাজকুমারকে জানাচ্ছেন কৃতী। প্রায় ৩ মিনিটের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ছবিটি কমেডি ঘরানার। এই ছবিতে সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন সচিন জিগর ও ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ ভিজান। এর আগে কৃতী শ্যানন ও রাজকুমার রাওকে দেখা গিয়েছিল 'বরেলি কি বরফি' ছবিতে। এই দু'জনের পাশাপাশি আয়ুষ্মান খুরানাকেও দেখা গিয়েছিল সেই ছবিতে। তবে এবার প্রথম জুটি বাঁধছেন রাজকুমার ও কৃতী।
advertisement
ছবিতে দত্তক নেওয়া বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল ও রত্না পাঠক। কৃতীকে বিয়ে করতে হলে রাজকুমারের বাবা-মা থাকতে হবে। পরিবার থাকতে হবে। এই শর্তেই পরেশ রাওয়াল ও রত্না পাঠককে বাবা মা সাজিয়ে কৃতীর বাড়িতে নিয়ে যান রাজকুমার। তার পরেই শুরু গন্ডগোল। একেক জনের মুখে একেক কাহিনি শুেন স্তম্ভিত হয়ে যায় কৃতীর পরিবার। শেষ পর্যন্ত কি তাঁদের বিয়েটা হবে? কারণ, সত্যিকারের প্রেমে পড়ে যান পরেশ রাওয়াল। শুরু হয় রত্নাকে পাওয়ার অন্য প্রেমকাহিনি ও লড়াই।
২০১০ সালে কেরিয়ার শুরু করে ইতিমধ্যেই ২৫টিরও বেশি ছবিতে কাজ করে ফেলেছেন অভিনেতা রাজকুমার রাও। যার মধ্যে উল্লেখযোগ্য 'লভ সেক্স ঔর ধোকা', 'রাগিনি এমএমএস', 'গ্যাংস অফ ওয়াসেপুর - পার্ট ২', 'কাই পো চে', 'কুইন', 'সিটিলাইটস', 'নিউটন', 'শাদি মে জরুর আনা', 'স্ত্রী'-এর মত আরও বেশ কয়েকটি। কৃতীও নিজের অভিনয় দক্ষতায় বলিউডে জায়গা পাকা করে ফেলেছেন। আগামী ২৯ অক্টোবর, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে 'হম দো হমারে দো' ছবিটি।
আরও পড়ুন: 'সর্দার উধম সিং' সেজে টিজারে চমক দিলেন ভিকি কৌশল, কবে-কোথায় মুক্তি ছবির?