TRENDING:

শ্যুটিং সেটে গিয়ে কিয়ারার সঙ্গে খেলায় মাতলেন তৈমুর! দেখুন সেই ভিডিও...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বলিউড:তৈমুরকে সঙ্গে করে নিয়ে শ্যুটিং সেটে হাজির করিনা। ব্যস আর যাবে কোথায়! যত গণ্ডগোলের শুরু এখানেই। বেবো তো সেটে গিয়েই নিজের পরের ছবি "গুড নিউজ"-এর কাজে ব্যস্ত হয়ে গেলেন। তবে তৈমুর কিন্তু চুপটি করে মায়ের পাশে বসে থাকার ছেলে নয়! বন্ধু খুঁজতে ছোটাছুটি শুরু করল গোটা সেটে। তাঁকে সামলাতে হিমসিম গোটা সেট। তবে তৈমুরের বন্ধু হতে এগিয়ে এল করিনার সহ অভিনেত্রী কিয়ারা আডবাণী। আর যাবে কোথায় কিয়ারাকে পেয়েই খেলতে ব্যস্ত হয়ে গেল তৈমুর।
advertisement

তৈমুরের সঙ্গে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেলেন কিয়ারা। শ্যুটিং সেটে ছোট্ট টিমের সঙ্গে নিজের দৌড়ে বেড়ানোর ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, '' শ্যুটিং সেটের আসল নায়ক।''

সে এতটাই ছটফটে যে তাকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েন বাড়ির সকলে। কখনও সে দৌড়াতে থাকে, কখনও আবার সুইমিং পুলের জলে নামতে যায়। আবার কখনও পাপারাৎজির ক্যামেরা দেখে দৌড়ে আসে সে। আবার কখনও বাবা মায়ের সঙ্গে বিদেশে বরফে খেলে বেড়াতে দেখা যায় তাঁকে। তৈমুর বলে কথা, তাঁকে সামলানো কী আর মুখের কথা!

advertisement

দেখুন কী করলেন তৈমুর--->

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং সেটে গিয়ে কিয়ারার সঙ্গে খেলায় মাতলেন তৈমুর! দেখুন সেই ভিডিও...