সপ্তম এপিসোডে এক কোটি টাকার প্রশ্ন কোনও লাইফলাইন ছাড়াই উত্তর দিয়েছেন হিমানি বুন্দেলা। খেলেছেন সাত কোটির প্রশ্নও। কেবিসির ইতিহাসে যা এককথায় নজির বলা যেতে পারে। ষষ্ঠ এপিসোডের রোল ওভার প্রতিযোগী ছিলেন হিমানি। ১৩-তম সিজনে তিনিই হয়েছেন প্রথম ক্রোড়পতি। তাঁকে এক কোটি টাকার প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে ব্রিটেনের গুপ্তচর হিসেবে কাজ করা নূর ইনায়াত খান কী নাম ব্যবহার করতেন?' হিমানি উত্তর দিয়েছেন, 'জেন মেরি রেনিয়ার'। এবং এটি ছিল সঠিক উত্তর।
advertisement
হিমানির হাতে এক কোটি টাকার চেক তুলে দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চনও। এক কোটি জেতার পর সাত কোটির প্রশ্নও খেলেছেন হিমানি বুন্দেলা। সাত কোটির প্রশ্নে জিজ্ঞেস করা হয়, 'ডক্টর বি আর আম্বেদকর ১৯২৩ সালে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে যে থিসিস জমা করে পুরস্কৃত হয়েছিলেন তার নাম কী ছিল?' এর সঠিক উত্তর হত, 'দ্য প্রবলেম অফ দ্য রুপি'। যদিও হিমানি এই উত্তর নিয়ে বিশ্বাসী ছিলেন না, ফলে খেলা কুইট করেন তিনি।
আরও পড়ুন: এবারের কওন বনেগা ক্রোড়পতির ৫টি বড় পরিবর্তন জানুন
এবারের খেলায় রয়েছে সামান্য কয়েকটি বদল। শো-তে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডটি খানিক বদলে ফেলা হয়েছে। এবার হবে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট ট্রিপল টেস্ট। একটির বদলে তিনটি সঠিক উত্তর যে সবচেয়ে কম সময়ে দিতে পারবে সেই যাবে হটসিটে।