এছাড়াও স্ক্রিনিং-এ এসেছিলেন বলিউডের আরও এক রিউমরড কাপল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। শোনা যায় বর্তমানে তাঁরা সম্পর্কে আছেন। ক্যাটরিনা এদিন একটি ডেনিম শর্ট স্কার্ট ও টপ পরে আসেন। পায়ের কালো বুট ছিল নজরকাড়া। অন্যদিকে কিয়ারা একটি সালোয়ার স্যুট পরে এসেছিলেন এবং সিদ্ধার্থ ছিলেন ক্যাসুয়াল পোশাকে। তবে ভিকির স্পেশাল স্ক্রিনিং এ ক্যাটরিনার উপস্থিতি নতুন করে জল্পনা বাড়িয়েছে।
advertisement
এর আগেও সিদ্ধার্থ ও কিয়ারার ছবি শেরশাহ-র স্ক্রিনিংএ ক্যাটরিনা (Katrina Kaif) ও ভিকি (Vicky Kaushal) হাজির হয়েছিলেন। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁদের একসঙ্গে বন্দি করা যায়নি। নিজেদের সম্পর্ক নিয়েও বরাবরই কুলুপ এঁটে রাখেন দুজনেই। তবে গুঞ্জন এমন জায়গায় পৌঁছয় যে মাঝে শোনা গিয়েছিল, ক্যাটরিনা ও ভিকি নাকি গোপনে বাগদান সেরেছেন। তবে দুজনেরই মুখপাত্র বিষয়টি অস্বীকার করেছিলেন। যদিও অনুরাগীরা দুজনের সম্পর্কের ব্যাপারে আগ্রহী। ক্যাটরিনা (Katrina Kaif) ও ভিকির (Vicky Kaushal) গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। কেউ আবার তাদের একসঙ্গে ডাকেন 'ভিকট্রিনা' বা 'ভিকক্যাট'।
আরও পড়ুন- নববধূর বেশে মৌনী রায়! সোশ্যাল মিডিয়ায় তাপমাত্রা বাড়াচ্ছেন বাঙালি অভিনেত্রী
বলিউডে যদিও কান পাতলে শোনা যায়, দুজনে সম্পর্কে রয়েছেন। সেই খবর ফাঁস করেছেন দুই তারকার বন্ধু তথা অভিনেতা হর্ষবর্ধন কাপুর। তিনি বলেছিলেন, সংবাদমাধ্যমকে বলেছিলেন, "ভিকি ও ক্যাটরিনা একসঙ্গেই রয়েছে। এটা সত্যিই। কিন্তু এটা বলার জন্য আমায় কি সমস্যায় পড়তে হবে? আমি জানি না।" ২০১৯-এও একসঙ্গে ডিনার ডেটে গিয়ে ধরা পড়েন দুই তারকা। সম্প্রতি আবার ভিকির ভাই সানি কৌশল জানিয়েছেন, বাগদানের খবর তাঁরা সকালে ঘুম থেকে উঠে পড়েন এবং খবরটি দেখে খুব হাসেন।
আরও পড়ুন- ব্র্যান্ডেড ইয়ারফোন অর্ডার করে হাতে পেলেন ...! Flipkart বয়কটে’র ডাক অভিনেতার