ভিকির সঙ্গে তৈরি হওয়া নানা রকমের গুঞ্জনের কোনও উত্তর না দিয়ে সলমনের সঙ্গে রাশিয়া উড়ে গেলেন ক্যাটরিনা। বিমানবন্দর পর্যন্ত আলাদা পৌঁছলেও প্রাক্তন প্রেমিকের সঙ্গে একই বিমানে চললেন অভিনেত্রী। তবে বেড়াতে নয়। আসন্ন ছবি 'টাইগার ৩'-র (Tiger 3) শ্যুটিং এর জন্য রাশিয়া পাড়ি দিলেন সলমন ও ক্যাটরিনা। টাইগার ৩-তে যে নানা রকমের চমক থাকবে তা বলাই বাহুল্য।
advertisement
ছবির প্রযোজক ইতিমধ্যেই জানিয়েছেন এই ছবিতে বেশ কঠিন এক অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন ক্যাটরিনা। এমন দৃশ্যে বলিউডের অন্য কোনও ছবিতে এর আগে কোনও অভিনেত্রীকে দেখা যায়নি। এছাড়াও ছবিতে আরও একটি চমক হল, খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। আলি আব্বাস জাফারের ছবির শ্যুটিং এর জন্যই রাশিয়া গেলেন দুই তারকা।
অন্যদিকে, অস্বীকার করলেও, ভিকি কৌশলের সঙ্গে যে ক্যাটরিনার সম্পর্ক রয়েছে তা বলিউডের অনেকেই জানেন। তাঁরা যে সত্যিই সম্পর্কে রয়েছেন, তা ফাঁস করেছেন তাঁদেরই বন্ধু হর্ষবর্ধন কাপুর। অভিনেতা তথা সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, "ভিকি ও ক্যাটরিনা একসঙ্গেই রয়েছে। এটা সত্যিই। কিন্তু এটা বলার জন্য আমায় কি সমস্যায় পড়তে হবে? আমি জানি না।"
সম্প্রতি, ক্যাটরিনা ও ভিকির একটি ছবি ঘিরেই যত জল্পনার সূত্রপাত। ছবিতে ভিকিকে সাদা শেরওয়ানি আর ক্যাটরিনাকে লাল লেহেঙ্গায় দেখা যাচ্ছে। কিন্তু ক্যাটরিনার টিম স্পষ্ট জানিয়েছেন, যে এমন কিছুই ঘটেনি। এমনও শোনা যাচ্ছে এই বছরেরে শেষের দিকেই নাকি চারহাত এক হচ্ছে। দুজনেই মুখে কুলুপ এঁটে থাকলেও দুজনে যে চুটিয়ে প্রেম করছেন তা বলিউড জানে।