আসলে এই সত্যনারায়ণ নাম নিয়েই গোলমাল বেঁধেছে। অনেক নেটিজেনই না কি ক্ষুব্ধ হয়েছেন ঠাকুর দেবতার নাম নিয়ে ‘ছেলেখেলা’ করার জন্য। আর এতেই নড়েচড়ে বসেছেন ছবির পরিচালক ও প্রযোজক। মানুষের ভাবাবেগ নিয়ে তাঁরা খেলতে চান না- এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছেন সমীর। আর তাঁর কথাই আবার শেয়ার করেছেন ছবির নায়ক কার্তিকও।
advertisement
সমীর বলেছেন যে ছবির গল্প ও চিত্রনাট্যের মতো ছবির নামও একটি সৃষ্টিশীল প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। কিন্তু সেটা যদি অনিচ্ছাকৃত ভাবে কারও অনুভূতি বা ভাবাবেগে আঘাত করে সেটা কাম্য নয়। তাই অনেক ভেবেচিন্তে ছবির নাম পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির নতুন নাম কী হবে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।
ছবির নাম পাল্টে দেওয়ার পরে বলিউডে জোর গুঞ্জন ছিল যে এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকবেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। সাজিদের প্রযোজনা সংস্থার প্রিয়পাত্রী হলেন শ্রদ্ধা। তাই এদিক-ওদিক না ঘুরে প্রথমে তাঁর কাছেই ছবির চিত্রনাট্য দেওয়া হয়। শ্রদ্ধার চরিত্র পছন্দ হয়েছে এবং তিনি মৌখিক সম্মতিও জানিয়েছেন এই খবরও ছড়িয়ে পড়ে। সাজিদ চেয়েছেন দর্শক তাঁর ছবিতে একটি ফ্রেশ জুটি দেখুক। তাই এই ছবির সিংহভাগ কার্তিকের হলেও বড় ভূমিকা থাকবে নায়িকারও।
কিন্তু বলিউডের আবহাওয়া হল পাহাড়ের মতো, যা ক্ষণে ক্ষণে পাল্টে যায়। এই মুহূর্তে যেমন শোনা যাচ্ছে যে শ্রদ্ধা নয়, এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকবেন কিয়ারা আদবানি (Kiara Advani)। খবর সত্যি হলে ভুল ভুলাইয়া ২-এর (Bhool Bhulaiyaa 2) পর এটি কিয়ারা ও কার্তিকের দ্বিতীয় ছবি হবে!