TRENDING:

Kareena Kapoor: করিনার ছোট ছেলে জেহ-এর মুখ দেখেই অবাক নেটিজেন! এক জনের সঙ্গে মিল পেলেন অনেকেই

Last Updated:

Kareena Kapoor: এবছরের প্রথম দিকে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন সইফ ও করিনা। তখন থেকেই সদ্যজাতের মুখ দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন নেটিজেন। কিন্তু সইফ ও করিনা প্রথম থেকেই বদ্ধপরিকর ছিলেন, সন্তানের মুখ এত তাড়াতাড়ি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তে দেবেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অবশেষে প্রকাশ্যে এসেছে অভিনেত্রী করিনা কাপুরের (Kareena Kapoor) দ্বিতীয় সন্তান জেহ-এর (Jeh) মুখ। এবছরের প্রথম দিকে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন সইফ ও করিনা। তখন থেকেই সদ্যজাতের মুখ দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন নেটিজেন। সইফ ও করিনা প্রথম থেকেই বদ্ধপরিকর ছিলেন, সন্তানের মুখ এত তাড়াতাড়ি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তে দেবেন না। কিন্তু শুক্রবার গাড়িতে করে জেহ-কে নিয়ে বেরোন করিনা ও সইফ। তখনই গাড়ির কাঁচ থেকে জেহকে ক্যামেরা বন্দি করেন পাপারাজ্জি।
advertisement

পাপারাজ্জিদের তোলা ছবি দেখার সঙ্গে সঙ্গে নেটিজেনরা অবাক হয়ে যান- এ তো হুবহু করিনা কাপুরের মুখ বসানো। এমনকি অনেকে আবার করিনার ছো‌ট বেলার ছবির সঙ্গে তুলনা করে ছবি পোস্ট করেন। কেউ লেখেন, এ তো করিনা কাপুরের কার্বন কপি।

জেহ ও করিনার শৈশবের ছবি

advertisement

শুক্রবার সইফ আলি ও করিনা তৈমুর ও জেহকে নিয়ে রণধীর কাপুরের বাড়িতে যাচ্ছিলেন গাড়িতে করে। প্রথমে একবার জেহকে কোলে নিয়ে সইফ গাড়ি থেকে বেরোন। আর পরে ন্যানির কোলে বসা জেহ-এর ছবি গাড়ির কাঁচের বাইরে থেকে তোলেন পাপারাজ্জিরা। সেখানেই স্পষ্ট দেখা যা্চ্ছে, অবাক নয়নে তাকিয়ে রয়েছে ছোট্ট জেহ।

প্রসঙ্গত, দ্বিতীয় সন্তানের নাম সইফ-করিনা রেখেছেন জাহাঙ্গির আলি খান। তৈমুরের নামকরণ নিয়েও বহু ট্রোল ও সমালোচনার শিকার হয়েছিলেন তাঁরা। ছোট ছেলের বেলাতেও ব্যতিক্রম হল না। কেন করিনা ও সইফ ছেলের নাম জাহাঙ্গির রেখেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কদর্য ট্রোলিংয়ের শিকার হয়েছেন তাঁরা। কেউ কেউ বলছেন তৃতীয় সন্তানের নাম রাখা হোক ঔরঙ্গজেব। কারও আবার তীব্র আপত্তি জাহাঙ্গির নাম নিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

উল্লেখ্য, করিনা সম্প্রতি প্রেগনেন্সি নিয়ে তাঁর প্রথম বই প্রকাশ করেছেন। নাম করিনা কাপুরস প্রেগনেন্সি বাইবেল। বইয়ের নামকরণ নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি। আর এই বইতেই নিজের দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে এনেছেন নায়িকা। আর কার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন তিনি। এর পরে বাধ্য হয়ে তিনি সরব হন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor: করিনার ছোট ছেলে জেহ-এর মুখ দেখেই অবাক নেটিজেন! এক জনের সঙ্গে মিল পেলেন অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল