ছবিতে করিনাকে দেখা গিয়েছে হট প্যান্ট ও সাদা শার্টে। অন্যদিকে, করিশমা-অমৃতা বিশেষ ভাবে নজর না টানলেও, সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়িয়েছেন মালাইকা অরোরা। তাঁকে দেখা গিয়েছে সাদা-নীল বিকিনি টপ ও প্যান্টে। ৪০-এর করিনা যেমন গ্ল্যামারে উষ্ণতা ছড়িয়েছেন। একইসঙ্গে ৪৭-এর মালাইকাও টেক্কা দিয়েছেন সমান তালে। সোশ্যাল মিডিয়ায় ভক্তেরা এই নিয়ে আলোচনাও শুরু করেছেন।
advertisement
কাজের দিক থেকে মালাইকাকে দেখা যায় একটি ডান্স রিয়ালাটি শো-এর বিচারকের আসনে। অন্যদিকে, করিশমাও দীর্ঘদিন ছবির জগতের বাইরে। শেষ তাঁকে অল্ট বালাজির 'মেন্টালহুড' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। কাজের মধ্যে নেই মালাইকার বোন অভিনেত্রী অমৃতা অরোরাও।
আরও পড়ুন: ছোট ছেলের নামকরণ নিয়ে নোংরা আক্রমণ করিনাকে, জবাবে পাল্টা দিলেন নায়িকা!
তবে করিনা সম্প্রতি তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করেছেন তিনি। এই বছরের শেষে আমির খানের সঙ্গে হলিউডের 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'-তে দেখা যাবে তাঁকে।