TRENDING:

রণবীর ছাড়া সঞ্জয়ের চরিত্র কেউ ফুটিয়ে তুলতে পারত না: করিনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কয়েকদিন আগেই সামনে এসেছে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ সিনেমার টিজার। এতে যুবক বয়স থেকে শুরু করে সঞ্জুবাবার এখনকার লুক, বিভিন্ন লুকে ধরা দিয়েছেন রণবীর কাপুর । টিজার সামনে আসতেই প্রশংসায় ভরে গিয়েছেন রণবীর ৷ এ বার তাঁর কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন করিনা কাপুর খান ৷
advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে রাজকুমার হিরানি পরিচালিত ও রণবীর অভিনীত সিনেমাটি নিয়ে কথা বলেন কারিনা । সেই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘সঞ্জয় দত্তের জীবন পর্দায় ফুটিয়ে তুলতে রণবীরের চেয়ে ভালো আর কেউ নেই বলিউডে। আমার মনে হয়, রণবীরের চেয়ে ভালো অভিনয় আর কারও পক্ষে সম্ভব ছিল না।’

সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ মুক্তি পাবে আগামী ২৯ জুন । রণবীর ছাড়াও এতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা, মনীষা কৈরালা ও পরেশ রাওয়াল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর ছাড়া সঞ্জয়ের চরিত্র কেউ ফুটিয়ে তুলতে পারত না: করিনা