TRENDING:

ড্রাগসে আমি নেই, করণের বক্তব্যের পরই গত বছর তাঁর বাড়ির 'মাদক' পার্টির ভিডিও ফের ভাইরাল!

Last Updated:

তবে এই পোস্টের মাঝে আরও একবার গত বছর ২৮ জুলাই করণরে বাড়িতে রাতের পার্টির সেই ভিডিও ভাইরাল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ড্রাগস মামলা নিয়ে তোলপাড় বলিউড৷ এই নিয়ে নারকোটিক্স ব্যুরোর তরফ থেকে ডেকে পাঠানো হয় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে৷ টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকাকে৷ সেই সময় তিনি কেঁদেও ফেলেন বলে সূত্রের খবর৷ এর মধ্যে করণ জোহরের নামও উঠে আসে৷ ধর্মা প্রোডাকশনের বেশ কিছু কর্মীকেও ড্রাগস মামলায় গ্রফতার করা হয়েছে৷ এই প্রসঙ্গে বারবার উঠে এসেছে ২০১৯-শে করণ জোহরের বাড়িতে স্যাটার্ডে নাইট পার্টি প্রসঙ্গ৷ সেখানে বহু বলিউড তারকাকে রীতিমতো নেশায় ডুবে থাকা ঢুলু ঢুলু চোখে দেখা যায়৷ যদিও সোশ্যাল মিডিয়ায় করণ জোহর এই নিয়ে লম্বা একটি পোস্ট করেছেন৷ এবং সেখানে তিনি সংবাদ মাধ্যমের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ৷
advertisement

করণ লেখেন, ‘আমি নিজে ড্রাগস নিই না এবং একই রকমভাবে কাউকে দিও না ! কিছু সংবাদমাধ্যম বার বার আমাকে আক্রমণ করছে এই বলে যে আমার বাড়িতে ২৮ জুলাই হওয়া ২০১৯ সালের পার্টিতে ড্রাগস ব্যবহার হয়েছে ৷ এর আগেও এই পার্টি নিয়ে যে অভিযোগ উঠেছিল, সেখানেও আমি বার বার বলেছিলাম যে, আমার বাড়ির পার্টিতে কোনওরকম ড্রাগস ব্যবহার হয়নি ৷ আমি নিজেও ড্রাগস সেবন করি না, এমনকী, ড্রাগস নেওয়ার বিষয়টিকে প্রোমোটও করি না ৷ তাই এই ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন ৷ আর এর তীব্র প্রতিবাদ করি ৷ ’

advertisement

এই নিয়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি আকারে একটি পোস্ট করেন৷ সেখানে নিজের বাড়িতে পার্টির কথা যেমন উল্লেখ করেছেন, তেমনই ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত অনুভব চোপড়া ও ক্ষীতিজ প্রসাদের গ্রেফতার ও তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে যে তথ্য উঠে আসছে, তারও প্রতিবাদ করেছেন৷

করণের কথায়, ‘অনুভব চোপড়া ও ক্ষীতিজ প্রসাদের সঙ্গে বার বার আমার নাম যুক্ত করা হচ্ছে ৷ বলা হচ্ছে, এই দু’জন মানুষ আমার খুব ঘনিষ্ঠ ৷ এখানে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এই দুই মানুষকে আমি একেবারেই চিনি না এবং এরা দু’জনে কখনই আমার ঘনিষ্ঠ নয় ৷ তাই এদের সঙ্গে আমার নাম জড়ানোর ঘটনা একেবারে ভ্রান্ত ৷ এই ঘটনারও তীব্র প্রতিবাদ করি ৷’

advertisement

তবে এই পোস্টের মাঝে আরও একবার গত বছর ২৮ জুলাই করণরে বাড়িতে রাতের পার্টির সেই ভিডিও ভাইরাল হয়েছে৷ সেই রাতে করণের বাড়িতে উপস্থিত ছিল দীপিকা, রণবীর কাপুর, আলিয়া, বরুণ ধাওয়ান ও তাঁর বান্ধবী, ভিকি কৌশল, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, শাহিদ কাপুর, মিরা রাজপুত, অয়ন মুখোপাধ্যায়, জোয়া আখতর, শকুন বাত্রা৷ রাতের সেই পার্টিতে করণ নিজের মোবাইলে ভিডিওটি শ্যুট করেন৷ ক্যামেরা দেখে কেউ নিজের হাতে থাকা গ্লাস পিছনে লুকিয়ে দেন, কেউ আবার লাল লাল ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থাকেন! দেখেই মনে হতে থাকে যে তাঁরা সকলে নেশায় আচ্ছন্ন! সেই ভিডিওটি সেই সময় খুব ভাইরাল হয়েছিল এবং প্রশ্ন তুলেছিল বলিউডে ড্রাগ সেবন নিয়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেখুন সেই পুরনো ভিডিওটি

বাংলা খবর/ খবর/বিনোদন/
ড্রাগসে আমি নেই, করণের বক্তব্যের পরই গত বছর তাঁর বাড়ির 'মাদক' পার্টির ভিডিও ফের ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল