এর আগে ভিলেনের চরিত্র তাঁকে দেখা গিয়েছিল৷ ছবির নাম ছিল ‘বম্বে ভেলভেট’ ৷ ছবিটি একেবারে ফ্লপ হয়েছিল ৷ তারপর থেকেই করণ নিজের অভিনয় দক্ষতা নিয়ে মস্করা করে থাকেন ৷ তিনি সফল পরিচালক, প্রযোজক হতে পারেন, কিন্তু অভিনেতা হিসেবে যে খুবই খারাপ, নিজেই স্বীকার করেন করণ জোহর ৷ এমন অভিনেতা, যিনি ছবিতে থাকলে ছবি ফ্লপ হয়, নিজের সম্বন্ধে এমনই বলে থাকেন জনপ্রিয় পরিচালক ৷ আপাতত নিজের নতুন লুকের ছবি পোস্ট করে করণ বলছেন যে তিনি আশা করছেন নায়কের বাবার চরিত্রে তিনি হতাশ করবেন না ৷ আর যে কোনও ছবি করতেই তিনি ইচ্ছুক, এমনও মন্তব্য করেছেন করণ!
advertisement
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ সম্পূর্ণ বন্ধ ৷ কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, জানেন না কেউ ৷ আপাতত বাড়িতেই রয়েছেন সকলে ৷ কখনও করোনার ত্রাণে অনুদানের জন্য তৈরি করছেন ভিডিও, কখনও আবার লকডাউনের সাক্ষী থাকতে বাড়ি বসেই তৈরি হচ্ছে ছোট ছোট ছবি৷
