আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী ২০১৭-১৮ অর্থবর্ষে রিয়ার বার্ষিক আয় ১৮,৭৫,১০০ টাকা দেখানো হয়৷ ২০১৮-১৯ সালে তা ছিল ১৮,৩৩,২৭০ টাকা৷
২০১৭-১৮ অর্থবর্ষে অন্যান্য সূত্র থেকে রিয়ার আয় ছিল ১,২৭,৬৬৫ টাকা৷ ২০১৮-১৯ অর্থবর্ষে তা বেড়ে হয় ২,৩৮,৩৩৪ টাকা৷ যদিও ২০১৮-১৯ অর্থবর্ষে ব্যবসায়িক সূত্র থেকে তাঁর আয় ১৭,৫২,৫৪৪ টাকা থেকে কমে হয় ১৬,০৪,৯৩৬ টাকা৷
advertisement
তবে ২০১৭-১৮ অর্থবর্ষে রিয়ার ফিক্সড ডিপোজিটের পরিমাণ ছিল ৯৬,২৮১ টাকা৷ ২০১৮-১৯ অর্থবর্ষে তা বেড়ে হয় ৯,০৫,৫৯৭ টাকা৷
২০১৭-১৮ অর্থবর্ষে রিয়ার কাছে মোট ৩৪,০৫,৭৫৭ টাকা মূল্যের শেয়ার হোল্ডার ফান্ড ছিল ৷ ২০১৮-১৯ অর্থবর্ষে তা বেড়ে হয় ৪২,০৬,৩৩৮ টাকার৷
২০১৭-১৮ অর্থবর্ষে রিয়ার আয় যেখানে ১৮ লক্ষ টাকা ছিল, সেখানে ৩৪ লক্ষ টাকার শেয়ার তিনি কীভাবে কিনলেন, তা খতিয়ে দেখছেন ইডি-র তদন্তকারীরা৷ পরের বছরও কীভাবে আরও বেশি অর্থের শেয়ার তিনি কিনেছিলেন, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত চার বছরে রিয়ার মোট আয় ছিল ৬৬ লক্ষ টাকার কম৷ সেখানে কীভাবে তিনি ৪০ লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনলেন, তা নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন তবে সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়া ১৫ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়েছেন, এমন কোনও তথ্য ইডি-র হাতে এখনও আসেনি বলেই ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে৷