TRENDING:

বিরল রোগে আক্রান্ত ইরফান খান, নিজেই জানালেন টুইটারে

Last Updated:

বিরল রোগে আক্রান্ত অভিনেতা ইরফান খান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিরল রোগে আক্রান্ত অভিনেতা ইরফান খান ৷ এই খবরে আশাহত ছিল চলচ্চিত্র মহল৷ তবে রোগটা ঠিক কী তা তখনও স্পষ্ট ছিল না৷ অবশেষে নিজেই টুইট করে ইরফান খান জানালেন যে, তিনি নিউরো এন্ডোক্রিন টিউমর  রোগে আক্রান্ত ৷ তিনি এও জানিয়েছেন, নিউরো মানেই মস্তিষ্কের সমস্য়া নয়৷ আর সেই রোগের চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চলেছেন অভিনেতা৷ তবে কোথায় সেটা, সে সম্পর্কে কিছুই জানানি তিনি৷
advertisement

তিনি আরও লিখেছেন, ‘মাঝেমধ্যে জীবনে কিছু অপ্রত্যাশিত ধাক্কা যে-কাউকে সজাগ করে দেয়। গত ১৫ দিন আমি এক রহস্যের মধ্য দিয়ে যাচ্ছি। বিরল গল্পের খোঁজ করতে করতে আমি নিজেই বিরল রোগে আক্রান্ত হয়ে যাব, তা কখনো ভাবিনি। তবে আমি হাল ছাড়িনি। লড়াই করে যাব। আশা করছি, এ সময় পরিবার আর বন্ধুরা আমার পাশেই থাকবেন।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিরল রোগে আক্রান্ত ইরফান খান, নিজেই জানালেন টুইটারে