ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে রুটের পারফরম্যান্স কাঁপাকাঁপি৷ এরই মধ্যে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) রুট নিয়ে করা একটা পুরনো ট্যুইট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে৷ এমনকি এই ট্যুইট ডিলিট করার আবেদনও হয়েছে৷ আসলে ২০১৬ সালে অমিতাভ ট্যুইট করেছিলেন সেখানে কোহলি মাত্র ৫১ বলে৮২ রানের দারুণ ইনিংস খেলেন৷ তার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ভারত৷ যার পরে ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ ট্যুইট করেছিলেন বিরাট যেভাবে এগোচ্ছে তাতে একদিন রুটকে ছুঁয়ে ফেলবে৷
advertisement
অমিতাভ ফ্লিনটফের জবাব দিতে গিয়ে ট্যুইট করেন , ‘‘কৌন রুট, জড় সে উখাড় দেঙ্গে রুট কো৷’’- অর্থাৎ কে রুট, মাটি থেকে উপড়ে দেব রুটকে৷
অমিতাভ বচ্চনের এই ট্যুইট এখন ভাইরাল হয়ে গেছে৷ বচ্চনের এই ট্যুইটটা ডিলিট করতে বলা হয়েছে৷
একজন ব্যবহারকারী লিখেছেন রুট যেন এই ট্যুইট দেখে না নেন, তাহলে মুস্কিল হয়ে যাবে৷ একজন লিখেছেন অমিতাভ বচ্চন এই ট্যুইট সরিয়ে দেন৷ কারণ লিডস টেস্টে রুট ভারতীয় দলের ওপর মারাত্মক হয়ে ছড়িয়ে পড়েছেন৷ টেস্ট প্রথম ইনিংসে ভারত ৭৮ রানে গুটিয়ে যায়৷ তারপরেই এই ট্যুইট ভাইরাল হয়ে যায়৷ ইংল্যান্ডের প্রথম ইনিংস ৪৩২ রান করে ফেলেন এবং রুট ১২১ রান করেন৷