TRENDING:

#MeToo: যৌন হেনস্থা নিয়ে অবশেষে মুখ খুললেন ঐশ্বর্য!

Last Updated:

ঐশ্বর্য সোমবার বলেন, 'আমি সব সময়ই খোলাখুলি কথা বলি৷ অতীতেও বলেছি৷ এবং এখনও বলব৷' সোশ্যাল মিডিয়ায় মহিলারা যে ভাবে যৌন হেনস্থার অভিজ্ঞতা তুলে ধরছেন, তাকে কুর্নিশ জানিয়ে বচ্চন-বধূ বলেছেন, 'বিশ্বের যে কোনও প্রান্তের মহিলাদের কথা সবাই শুনছে৷ সোশ্যাল মিডিয়া তা প্রকাশিত হচ্ছে৷ দারুণ ব্যাপার৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অবশেষে #MeToo ক্যাম্পেন পৌঁছল বলিউডে৷ তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্কেই যার সূত্রপাত৷ অতীতের যৌন হেনস্থা নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রী, পরিচালক, প্রযোজক-সহ বলিউড ইন্ডাস্ট্রির বহু মুখ৷ সোনম কাপুর, স্বরা ভাস্কর, টুইঙ্কল খান্না ও প্রিয়াঙ্কা চোপড়া৷ বাকি ছিলেন বচ্চন-বধূ৷ #MeToo সমর্থনে এ বার নামলেন ঐশ্বর্য রাইও৷
advertisement

ঐশ্বর্য সোমবার বলেন, 'আমি সব সময়ই খোলাখুলি কথা বলি৷ অতীতেও বলেছি৷ এবং এখনও বলব৷' সোশ্যাল মিডিয়ায় মহিলারা যে ভাবে যৌন হেনস্থার অভিজ্ঞতা তুলে ধরছেন, তাকে কুর্নিশ জানিয়ে বচ্চন-বধূ বলেছেন, 'বিশ্বের যে কোনও প্রান্তের মহিলাদের কথা সবাই শুনছে৷ সোশ্যাল মিডিয়া তা প্রকাশিত হচ্ছে৷ দারুণ ব্যাপার৷'

প্রাক্তন বিশ্বসুন্দরী জানিয়েছেন, আজকে যে সব মহিলা তাঁদের সঙ্গে ঘটা অভিজ্ঞতা শেয়ার করছেন, তাতে ভালো লাগছে৷ এই ধরনের যৌন হেনস্থা আজ নতুন নয়৷ বহুকাল ধরে চলছে৷ মহিলাদের মানসিক শক্তি দেখে ভালো লাগছে৷

advertisement

তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্কের হাত ধরে ভারতে #MeToo পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মহিলা মুখ খুলছেন৷ ইতিমধ্যেই বিকাশ বেহল, গুরসিমরন খাম্বা, উত্‍‌সব চক্রবর্তী ও অলোক নাথের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo: যৌন হেনস্থা নিয়ে অবশেষে মুখ খুললেন ঐশ্বর্য!