TRENDING:

সোনালীর উদ্দেশ্যে হৃতিকের বার্তা চোখে জল এনে দেবে

Last Updated:

সোনালীর উদ্দেশ্যে হৃতিকের আবেগময় বার্তা চোখে জল এনে দেবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইরফান খানের পর ক্যান্সারের শিকার বিটাউনের জনপ্রিয় নায়িকা সোনালী বেন্দ্রে ৷ ট্যুইটারে অসুস্থতার কথা নিজেই শেয়ার করেছিলেন সোনালী। ম্যাটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত 'জখম' স্টার ৷ এখন তিনি সপরিবারে নিউ ইয়র্কে। চলছে চিকিৎসা। কঠিন লড়াই! চিকিৎসার কারণে চুলও কেটে ফেলতে হয়েছে। কষ্ট হয়েছে, আহত হয়েছেন! তবে ভেঙে পড়েননি সোনালী! মনোবল অটুট নায়িকার!
advertisement

সোনালী বেন্দ্রে ও গোল্ডি বেহলের একমাত্র ছেলে রণবীরের বয়স এখন মাত্র ১২। ছেলেকে নিজের ক্যানসারের খবর দেওয়াটা বেশ কঠিন ছিল তাঁর কাছে। কিন্তু রণবীর খুব শান্ত ভাবে শুনেছে। বুঝেছে। এখন সেই যেন হয়ে উঠেছে মায়ের সাপোর্ট সিস্টেম, অভিভাবক।

এই মুহূর্তে সোনালীর পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। সোনালীর জন্য বিশেষ বার্তা পাঠালেন হৃতিক রোশন। রণবীরের এই স্পিরিটকে স্যালুট জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি সোনালীর উদ্দেশ্যে লিখেছেন, ও অন্যরকম। আমি জানি না তুমি, ও নাকি গোল্ডি... কে আমাকে বেশি মুগ্ধ করবে…।

advertisement

মর্মান্তিক খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই বলিটাউনের তারকা থেকে সাধারণ মানুষ... সবাই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সবার উদ্দেশ্যে সোনালীর আবেগময় উত্তর, গত কয়েক দিনে আমি যে ভালবাসা পেয়েছি তাতে আপ্লুত। বিশেষ করে তাঁদের কথা বলব, যাঁরা নিজেদের অথবা প্রিয়জনের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা শেয়ার করেছেন। আপনাদের কথা আমাকে আরও শক্তি দিয়েছে। আমার মনে হয়েছে আমি একা নই।

advertisement

আরও পড়ুন-এই টেলিতারকার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হোক, চেয়েছিল অভিনেত্রীর পরিবার

বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনালীর উদ্দেশ্যে হৃতিকের বার্তা চোখে জল এনে দেবে