TRENDING:

‘সঞ্জু’তে ভিকি কৌশল আসলে কার চরিত্রে অভিনয় করেছেন জানেন?

Last Updated:

প্রত্যাশার পারদ চড়ছিল ৷ প্রত্যাশা পূরণও হল যথাযথভাবেই ৷ ফ্লোরে আসতেই সুপার ডুপার হিট ‘সঞ্জু’ ৷ আর সমস্ত লাইম লাইটটা যিনি সফলভাবে কেড়ে নিয়েছেন তিনি তো অবশ্যই রণবীর কাপূর ৷ এতদিনে এই সমস্ত খবর একেবারে বস্তা পচা হয়ে গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রত্যাশার পারদ চড়ছিল ৷ প্রত্যাশা পূরণও হল যথাযথভাবেই ৷ ফ্লোরে আসতেই সুপার ডুপার হিট ‘সঞ্জু’ ৷ আর সমস্ত লাইম লাইটটা যিনি সফলভাবে কেড়ে নিয়েছেন তিনি তো অবশ্যই রণবীর কাপূর ৷ এতদিনে এই সমস্ত খবর একেবারে বস্তা পচা হয়ে গিয়েছে ৷ তবে যে খবরটা এবার নজর কেড়েছে তা অবশ্য সঞ্জয়রূপী রণবীরকে নিয়ে নয় ৷ তাঁর ছায়া সঙ্গীকে নিয়ে ৷
advertisement

পর্দায় এই চরিত্রে দেখা গিয়েছে ভিকি কৌশলকে ৷ ফাটিয়ে অভিনয় করে রণবীরের তুমুল সাফল্যের পরেও আলোচনার কেন্দ্রে একটু জায়গাও করে নিয়েছেন ভিকি ৷ কিন্তু জানেন কী, কে এই ভিকি কৌশল ? অর্থাৎ বাস্তবের কোন মানুষটির চরিত্রে অভিনয় করেছেন তিনি ?

কমলেশ কানহাইয়ালাল কাপাসির চরিত্রে ভিকি কৌশল ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

advertisement

‘সঞ্জু’ রিলিজের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভিকি বলেছিলেন, পর্দায় তাঁর চরিত্রটি নাকি কোনও একটা মানুষের আদলে তৈরি নয় ৷ বরং সঞ্জয়ের ৪-৫জন খুব কাছের বন্ধুর চরিত্রকে একত্র করেই পর্দার কমলেশ কানহাইয়ালাল কাপাসিকে তৈরি করেছেন পরিচালক রাজকুমার হিরানি ৷

আরও পড়ুন: 'সঞ্জু'র সাফল্য, তৃতীয় দিনেই রণবীরকে নিয়ে বিস্ফোরক হিরানি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে অন্য সকলের চেয়ে ভিকির চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে পরেশ ঘেলানির ৷ সঞ্জয়ের খুবই কাছের বন্ধু ছিলেন এই পরেশ ৷ এক সময় সঞ্জুর ছায়াসঙ্গী ছিলেন তিনি ৷ তাই তাঁর কথাই সবচেয়ে বেশি মাথায় রাখা হয়েছে কাপাসিকে তৈরি করার সময় ৷ পরেশ এই মুহূর্তে আমেরিকার লস এঞ্জেলসে থাকেন ৷ সেখানেই কাজ করেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সঞ্জু’তে ভিকি কৌশল আসলে কার চরিত্রে অভিনয় করেছেন জানেন?