যেটুকু খবর উদ্ধার হয়েছে তাতে জানা গিয়েছে যে হিরামন্ডি বনশালির লার্জা দ্যান লাইফ আঙ্গিকে প্রাক-স্বাধীনতা যুগের ব্রিটিশ ভারতের লাহোরের এক নিষিদ্ধপল্লীর গল্প তুলে ধরবে, তবে ছায়াছবির রুপোলি পর্দায় নয়, তা তৈরি হচ্ছে Netflix-এর ওয়েব সিরিজ হিসাবে। যার মধ্যে প্রথম পর্বটিই কেবল পরিচালনা করবেন বনশালি, বাকিগুলো তাঁর তদারকিতে সামলে নেবেন বিভু পুরি (Vibhu Puri)। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, যৌনতা, রাজনীতি, ক্ষমতার অধিকারের পরতে পরতে কী ভাবে বেজে ওঠে বাঈজির পায়ের ঘুঙুর, চোখধাঁধানো সেট আর তুখোড় সংলাপের চিত্রনাট্যে তুলে ধরা হবে হিরামন্ডিতে। বলাই বাহুল্য, এক্ষেত্রে নিষিদ্ধপল্লীতে যার হুকুম ছাড়া পাতাও নড়ে না, এমন এক ডাকসাইটে নারীচরিত্রের উপস্থিতি থাকবেই!
advertisement
খবর মিলেছে যে এই চরিত্রে রেখাকে (Rekha) নিয়ে কাজ করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করছেন বনশালি! অন্দরমহলের গুজব- হালে না কি পরিচালকরা রেখার দাবি সামলাতে পারেন না! যে ব্যাপারটা হয়েছিল অভিষেক কাপুরের (Abhishek Kapoor) ফিতুর (Fitoor) ছবির সঙ্গে, অনেকটা শুটিং করেও বেরিয়ে এসেছিলেন রেখা, শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হয় টাবুকে (Tabu)! এখানে যাতে তেমনটা না হয়, সেই জন্যই বায়না করা হচ্ছে ঐশ্বর্যকে। তবে এখনও পর্যন্ত কোনও তরফেই কথা পাকা হয়নি, অবশ্য বনশালির ওয়েব সিরিজ যখন, তখন নায়িকা আপত্তি করবেন বলে তো মনে হয় না!