প্রায় এক মিনিট ২০ সেকেন্ডের টিজারে বিক্রমাদিত্যকে বলতে শোনা গিয়েছে, 'আমি তোমাকে চিনি, কিন্তু না আমি তোমাকে বলব না। আমি বুঝতে পারছি তোমার হৃদয় ভেঙেছে, কিন্তু আমি তোমাকে বলব না। আমি তোমার অনুত্তীর্ণ হওয়ার কথা জানি, কিন্তু আমি তোমায় বলব না, আমি তোমার মৃত্যু বুঝতে পারছি, কিন্তু আমি তোমায় বলব না।' টিজারের শেষে শোনা যায়, 'আমি সব জানি, তবুও আমি তোমায় বলব না। কারণ, এটা তোমার বোধের বাইরে। আমি ঈশ্বর নই, কিন্তু তোমার মতও নই'। টিজার মুক্তি পেতেই নজর কেড়েছে প্রভাসের ভক্তদের।
advertisement
ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, নায়িকা পূজা হেগড়ে। তিনি লিখেছেন, 'বিক্রমাদিত্য এসেছে সকলের মন জয় করতে। হ্যাপি বার্থডে আমাদের বিক্রমাদিত্য।' সঙ্গে হ্যাশট্যাগে রেখেছেন প্রভাসের জন্মদিনের কথা। এই প্রথম একসঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন প্রভাস ও পূজা হেগড়ে।
এছাড়াও এই ছবিতে দেখা যাবে মুরলি শর্মা, শচিন খেদেকার, প্রিয়দর্শিনী, সাশা ছেত্রী, কুণাল রায় কাপুর ও সত্যানকে। ছবির পরিচালক রাধা কৃষ্ণ কুমার ও প্রযোজক ইউ ভি ক্রিয়েশনশ। এই ছবিটি তেলেগু, হিন্দি, তামিল ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে। ২০২২ সালের ১৪ জানুয়ারি মুক্তির কথা রয়েছে রাধে শ্যাম-এর।
আরও পড়ুন: চার বছরের দাম্পত্যে ইতি টানার পর সামান্থা এ বার হৃষিকেশে বিটলস আশ্রমে