TRENDING:

Happy Birthday Lata Mangeshkar | Songs: ৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!

Last Updated:

মঙ্গলবার ৯২ বছরের জন্মদিন ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকরের (Happy Birthday Lata Mangeshkar)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এমন কোনও মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যিনি লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গানের ভক্ত নন। একজন শিল্পী হিসেবে তাঁর মতো খ্যাতি দেশে কেউই অর্জন করতে পারেননি। বলিউডের পুরুষ কণ্ঠের সেরা নিয়ে অনেক তর্ক থাকলেও, মহিলা কণ্ঠে তাঁর (Lata Mangeshkar) মতো জনপ্রিয়তা কেউই পাননি। তাঁর মিষ্টি গলার স্বরের জাদুতে মুগ্ধ গোটা দেশ। মঙ্গলবার ৯২ বছরের জন্মদিন ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকরের (Happy Birthday Lata Mangeshkar)। তাঁর জন্মদিনে ভক্তদের উন্মাদনার পাশাপাশি, ট্যুইট করে তাঁকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Happy Birthday Lata Mangeshkar)।
৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!
৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!
advertisement

advertisement

সকাল সকাল ট্যুইট করে মোদি (Narendra Modi) লিখেছেন, 'শ্রদ্ধেয় লতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর মধুর গলা বিশ্বজুড়ে বন্দিত। ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার। ব্যক্তিগত ভাবে তাঁর আশীর্বাদ অনেক শক্তি জোগায়। আমি লতা দিদির দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।' অন্যদিকে, বলিউডের জনপ্রিয় পরিচালক ও কম্পোজার বিশাল ভরদ্বাজ ও লেখক গুলজার ঘোষণা করেছেন, প্রায় দুই দশক আগে রেকর্ড করা একটি গান, যেটি গুলজার ও লতা মঙ্গেশকর গেয়েছিলেন, মঙ্গলবার সেটি মুক্তি পাবে। ২৬ বছর ধরে 'ঠিক নেহি লাগতা' গানটি সংরক্ষিত ছিল। লতা মঙ্গেশকরের জন্মদিনে (Happy Birthday Lata Mangeshkar) এই বিশেষ উপহার তাঁর ভক্তদের জন্য অবশ্যই বাড়তি পাওনা।

advertisement

লতা মঙ্গেশকরের জন্মদিনে রইল তাঁর সেরা গানের অন্যতম কয়েকটি। অমরপ্রেম ছবিতে 'রয়না বিতি জায়ে' গানটি লতা মঙ্গেশকর গেয়েছিলেন তোড়ি ও খামাজ রাগের উপর। এই গান আজও সমান ভাবে জনপ্রিয়। তাঁর মিষ্টি গলার স্বর এই গান আপনাকে বার বার শুনতে বাধ্য করবে। গাইড ছবির 'আজ ফির জিনে কি' গানটিও সমান জনপ্রিয়। এই গানের জন্য ফিল্মফেয়ারে নমিনেশন পেয়েছিলেন লতা। শাহরুখ-কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির 'তুঝে দেখা তো ইয়ে' গানটি প্রেমের গানগুলির অন্যতম আইকনিক গান।

advertisement

বলিউডের এখনকার সমস্ত মহিলা কণ্ঠ আজও লতা মঙ্গেশকরের কাছ থেকেই গানের অনুপ্রেরণা পান। অলগা ইয়াগনিক থেকে শ্রেয়া ঘোষাল, প্রত্যেকের অনুপ্রেরণা লতা। সুনিধি চৌহানের মতে, লতা মঙ্গেশকরের গান তাঁর কাছে রেয়াজ। বলিউডে তাঁর মতো গায়িকা আর কেউ হতে পারেননি। তাঁর বোন আশা ভোঁশলে অন্যরকম জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে লতা মঙ্গেশকর কেউ হতে পারেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আরও পড়ুন: শুধু সোনম-দীপিকা-ক্যাটরিনাই না, বলিউডে আরও অনেক নায়িকার সঙ্গে 'প্রেম' করেছেন রণবীর কাপুর!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Lata Mangeshkar | Songs: ৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল