TRENDING:

দিল্লির ৯ বছরের শিশুর আর্তনাদে গর্জে উঠলো গুলজারের কলম

Last Updated:

মাত্র ন বছর বয়স, হিংসা কেন তাকে বেছে নিল ? প্রশ্ন তুললেন গুলজার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জ্বললো আগুন, চললো গুলি, নিছক কিছু সাধারণ মানুষের প্রাণ গেল। তারপর হঠাৎ করেই সব শান্ত হতে শুরু করলো। দিল্লি হিংসার আগুনে জল ঢেলে দিল তাহের হুসেন বা হয়তো অন্য কেউ। কিন্তু কোনও ধর্ম বা জাত না বুঝেই ৯ বছরের বাচ্চাটা যেভাবে আর্তনাদ করে উঠলো তাকি সত্যিই কেউ শুনলো ! সে তো জন্ম সুত্রে হিন্দু বা মুসলিম। তাঁর তো অধিকার নেই নিদেন পক্ষে নিজের বাবা মা কে পছন্দ করারও। সবই তো জন্ম সূত্রে চাপিয়ে দেওয়া ! তাহলে সে কেন দিল্লি হিংসার ভাগ হবে? এই সব কথা হয়তো কাউকেই ভাবায় না। কারণ রাষ্ট্র যখন দাবার গুটি চালে তখন বোরেদের প্রাণই আগে যায়।
advertisement

কিন্তু না, এসব কথা ভাবিয়েছে গুলজার সাহেবকে। তাঁর কলম কেঁদে উঠেছে ৯ বছরের শিশুর আর্তনাদে। আর তাই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠল তাঁর কলম। তিনি লিখলেন--

"নিজের ইচ্ছেতে ধর্মকে তো সে বেছে নেয়নি,

তার ধর্ম তো বাবা মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া

মা বাবাকেও তো সে নিজে বেছে নেয়নি, সে উপায়ই বা কোথায়

advertisement

সে তার দেশ ও বেছে নেয়নি, রাষ্ট্রও তাই তার মত মেনে কাজ করে না।

মাত্র ন বছর বয়স, হিংসা কেন তাকে বেছে নিল

এই নির্মম হিংসা তাকে হত্যা করল!"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গুলজারের এই কবিতা সোশ্যাল মিডিয়ায় সকলকে ভাবিয়েছে। তবে যা হয়ে যায় তা তো আর ঠিক করা বা ফেরানো যায় না।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দিল্লির ৯ বছরের শিশুর আর্তনাদে গর্জে উঠলো গুলজারের কলম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল