কিন্তু কোন বিষয়টা এক্ষেত্রে সমস্যা তৈরি করল? কিংবদন্তি এই চরিত্রটিতে কেন দেখা গেল না সলমন খানকে? পর্দার বাইরে যা যা হয়েছিল, সেই গল্পই আজ শুনে নেওয়া যাক।
সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে কবীর খানের চরিত্রে অভিনয় করার জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক চেয়ে বসেছিলেন সলমন খান। এ নিয়ে অভিনেতার মতবিরোধ দেখা দিয়েছিল আদিত্য চোপড়ার সঙ্গে। যদিও সুলতান ছবির প্রচারের সময় হাওয়ায় ভেসে বেড়ানো এই সমস্ত জল্পনা নস্যাৎ করে দিয়েছিলেন সলমন খান। সুপারহিট ছবির অফার নাকচ করার আসল কারণ প্রকাশ্যে এনেছিলেন তিনি।
advertisement
এমনিতে হামেশাই মজার মজার জবাব দিতে দেখা যায় ‘বজরঙ্গি ভাইজান’ অভিনেতাকে। মজা করে সলমন বলেন, “আমি এই ছবির অফার নিইনি, কারণ শাহরুখ খানেরও বেশ কিছু দারুণ ছবির অংশ হওয়া উচিত।” এখানেই শেষ নয়, অভিনেতা আরও জানান যে, কবীর খানের চরিত্রটি গ্রহণের বিষয়ে তাঁর যথেষ্ট সন্দেহ ছিল। কারণ তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, সেই সময় ওই চরিত্রটি তাঁর ভাবমূর্তির সঙ্গে না-ও মিলতে পারত। সলমনের কথায়, “যখন আমাকে ‘চক দে ইন্ডিয়া’ ছবির অফার দেওয়া হয়, তখন আমার ভাবমূর্তি সম্পূর্ণ রূপে আলাদা ছিল। কারণ সেই সময় আমি ‘পার্টনার’ আর ওই ধরনের ছবিই করছিলাম। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে আমার একটাই কাজ ছিল যে, আমার ভক্তরা আশা করতো আমি পরচুলা পরে ভারতের হয়ে ম্যাচ জিতব, যা ওই ছবির জন্য উপযুক্ত হত না। সেই সময়ে ওটা আমার ধারা ছিল না।”
আরও ব্যাখ্যা দিয়ে সলমন বলেছিলেন যে, “এটি ছিল আরও সিরিয়াস ধারার ছবি এবং আমি আরও বেশি পরিমাণে বাণিজ্যিক ছবি করছিলাম, যা আমি এখনও করে চলেছি। আমি কখনওই বাণিজ্যিক ধারার ছবির জোন থেকে বাইরে যাব না। কিন্তু এটা ঠিক যে, বাণিজ্যিক জোনে প্রচুর অর্থবহ সিনেমাও হবে।
